কলকাতায় নাকে রুমাল দিল মুম্বই

এ শহরে প্রকাশ্য প্রস্রাব বন্ধ করতে একাধিক লোককে লাঠিপেটা করার নজিরও রয়েছে। তখন মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। যদিও তাতেও পরিস্থিতি বদলায়নি। কিন্তু কলকাতার মতো বড় শহরে এমন দৃশ্য দূষণ বন্ধ করতে পুর প্রশাসনের যতটা কড়া হওয়া প্রয়োজন তা হয়নি বলেই দাবি বিরোধীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০১:৪২
Share:

শহর জুড়ে আকছারই দেখা যায় এই দৃশ্য। ফাইল চিত্র

একই অপরাধ। একটি শহরে তার সাজা মোটা অঙ্কের জরিমানা। অথচ অন্য শহর, কলকাতায় দিনের পর দিন অবাধে ঘটে চলেছে সেটাই। কেন জরিমানা ধার্য করে না পুর প্রশাসন, প্রশ্ন তুলেছেন ভিন্ রাজ্যের প্রতিনিধিরা।

Advertisement

নবি মুম্বই পুরসভা থেকে এই শহরে আসা ৪৫ জন মহিলা কাউন্সিলর এ দিন কালীঘাট মন্দির দর্শন করতে যান। পথে কয়েক জনকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে বিরক্ত কাউন্সিলরেরা সে কথা মেয়রকে জানান। মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘মানুষের ‘সিভিক সেন্স’ না থাকলে কী করা যাবে! হতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তবুও এমন ঘটনা বাঞ্ছনীয় নয়।’’ তাঁর দাবি, অনেক শৌচাগার রয়েছে কলকাতায়। তা সত্ত্বেও মানুষের হুঁশ ফেরে না।

এ শহরে প্রকাশ্য প্রস্রাব বন্ধ করতে একাধিক লোককে লাঠিপেটা করার নজিরও রয়েছে। তখন মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। যদিও তাতেও পরিস্থিতি বদলায়নি। কিন্তু কলকাতার মতো বড় শহরে এমন দৃশ্য দূষণ বন্ধ করতে পুর প্রশাসনের যতটা কড়া হওয়া প্রয়োজন তা হয়নি বলেই দাবি বিরোধীদের।

Advertisement

নবি মুম্বইয়ের ডেপুটি মেয়র মন্দাকিনী মাত্রের কথায়, ‘‘২০০৯ সালে কলকাতায় এসেছিলাম। তখন শহর এত সুন্দর ছিল না। এখন মনে হচ্ছে, বিদেশের কোনও শহরে এসেছি। কিন্তু প্রকাশ্যে প্রস্রাবের দৃশ্য এর সঙ্গে কোনও ভাবেই মেলে না।’’ তাঁর বক্তব্য, ‘‘এমন ঘটনায় আমরা ৫০০ টাকা জরিমানা করি। তা দেখার জন্য এক জন কমিশনারের নেতৃত্বে পুরসভার দল রয়েছে।’’

নবি মুম্বই পুরসভার ওই মহিলা কাউন্সিলরেরা এ দিন কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে আসেন। তাঁদের অভ্যর্থনা জানান পুরসভার মেয়র পারিষদ ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার শহরের আরও কয়েকটি এলাকা ঘুরে তাঁরা মুম্বই ফিরে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন