একগুচ্ছ নয়া এসি বাস রুট পাচ্ছে মহানগর

সল্টলেক জিডি আইল্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত বাস চালু হচ্ছে। এর মধ্যে উল্টোডাঙা স্টেশন থেকে সাপুরজি পর্যন্ত রুটে ছোট আকারের এসি বাস চলবে। 

Advertisement

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০১:১৪
Share:

উল্টোডাঙা থেকে বিধাননগরের মধ্যে অটোর একচেটিয়া দাপট রুখতে এ বার সল্টেলেকের তথ্যপ্রযুক্তি কর্মীদের কথা মাথায় রেখে এসি বাসের নতুন রুট চালু করছে পরিবহণ দফতর। পাশাপাশি, চিড়িয়ামোড়, বালিগঞ্জ, বারাসত, নারকেলবাগান থেকেও এসি বাসের পরিষেবা চালু করছে পরিবহণ দফতর। আগামী ১৬ অগস্ট কসবার পরিবহণ ভবন-২ থেকে ওই পরিষেবার সূচনা করবেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

পরিবহণ দফতর সূত্রে খবর, বেলগাছিয়া মিল্ক কলোনি থেকে নিউ টাউনের সাপুরজি (এসি-৩৫), নিউ টাউন থেকে বারাসত (এসি-৩৬) এবং উল্টোডাঙা স্টেশন থেকে সাপুরজি (এসি-৩০এস)— এই ৩টি রুট বিশেষ ভাবে তথ্যপ্রযুক্তি কর্মীদের কথা ভেবে করা হয়েছে। এর মধ্যে এসি-৩৫ রুটের বাস যথাক্রমে সকাল ৮টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৩০ মিনিট, ৯টা ও ১০টায় মিল্ক কলোনি থেকে ছেড়ে শ্যামবাজার, উল্টোডাঙা, করুণাময়ী, কলেজ মোড়-নিউ টাউন, নারকেলবাগান হয়ে সাপুরজি পর্যন্ত যাবে। সকাল ১০টার পর থেকে ওই রুটে ১ ঘণ্টা অন্তর বাস চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। ওই বাসের হদিস ‘পথদিশা’ অ্যাপেও মিলবে। এসি-৩০এস উল্টোডাঙা স্টেশন থেকে ছেড়ে হাডকো, কাদাপাড়া, চিংড়িহাটা, এসডিএফ, কলেজ মোড়,

নারকেলবাগান হয়ে ইউনিটেক পর্যন্ত যাবে। সকাল ৬টা, ৬টা ২০ মিনিট, ৬টা ৪০ মিনিট, ৭টা, ৭টা ৩০ মিনিটে পর্যন্ত ওই রুটে পরপর বাস ছাড়বে। এসি-৩৬ বাস রুটে নিউ টাউন থেকে নারকেলবাগান, আলিয়া বিশ্ববিদ্যালয়, ডিরোজিয়ো কলেজ, বিমানবন্দর ১ নম্বর গেট হয়ে বারাসাত পর্যন্ত চলবে।

Advertisement

এ ছাড়াও ডানলপ সংলগ্ন রথতলা থেকে বালিগঞ্জ, ইকোস্পেস থেকে দমদম স্টেশন ছুঁয়ে চিড়িয়া মোড়, লেক টাউন থেকে হাওড়া স্টেশন,

সল্টলেক জিডি আইল্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত বাস চালু হচ্ছে। এর মধ্যে উল্টোডাঙা স্টেশন থেকে সাপুরজি পর্যন্ত রুটে ছোট আকারের এসি বাস চলবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, কোথায়, কোন বাসের জন্য যাত্রীরা বেশি খোঁজ করছেন, তাও নজরে রাখা হবে ‘পথদিশা’র মাধ্যমে। যাত্রীদের প্রতিক্রিয়া দেখে পরে বাসের সংখ্যা বাড়ানো অথবা সময়সূচি পরিবর্তন করা হতে পারে।

পরিবহণকর্তাদের দাবি, সেক্টর ৫ ছুঁয়ে যাওয়া সরকারি এসি বাসের রুটগুলিতে যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেশি। এ প্রসঙ্গে এক পরিবহণকর্তা বলেন, “সব ক’টি টার্মিনাসে নতুন বাসের সময়সূচি লেখা বোর্ড লাগানোর ব্যবস্থা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন