নতুন কোর্স সেন্ট জেভিয়ার্সে

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠ্যক্রম চালু হল। মঙ্গলবার, রাজারহাটের অ্যাকশন এরিয়া-থ্রিতে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমবিএ কোর্সের আনুষ্ঠানিক সূচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০২:০৪
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠ্যক্রম চালু হল। মঙ্গলবার, রাজারহাটের অ্যাকশন এরিয়া-থ্রিতে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমবিএ কোর্সের আনুষ্ঠানিক সূচনা হয়।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ, সহ-উপাচার্য সেবাস্তি এল রাজ, শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা প্রমুখ। ৯০ জন পড়ুয়া নিয়ে শুরু হচ্ছে সেন্ট জেভির্য়াস বিশ্ববিদ্যালয়ের এমবিএ পাঠ্যক্রম। আবাসিক এই কোর্সে ছাত্রছাত্রীদের জন্য হস্টেলের ব্যবস্থাও থাকছে।

ছাত্রছাত্রীদের উদ্দেশে ফেলিক্স রাজ বলেন, ‘‘তোমরা সেন্ট জেভিয়ার্সে নতুন এক অধ্যায় শুরু করছ। এখান থেকে নিজেদের সাফল্যের কাহিনি রচনা করবে।’’ ফেলিক্স জানান, ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সও চালু হবে। তবে কবে থেকে থেকে চালু করা হবে তা এখনও স্থির হয়নি। এ দিনের অনুষ্ঠানে শিল্পপতি পড়ুয়াদের শোনালেন নিজের প্রথম জীবনের কঠোর পরিশ্রমের গল্প। তিনি বলেন, ‘‘আট-নয়ের দশকে সিইএসসি এলাকায় খুব লোডশেডিং হত। তখন ওই সংস্থা অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল, আমার সিদ্ধান্ত সঠিক ছিল।’’ তিনি জানান, ভাল আইডিয়া থাকলে লগ্নি নিয়ে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। স্বপ্ন দেখার সাহস আর জেদ থাকাটা জরুরি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন