অটো-দাপট রুখতে অভিযোগের বাক্স স্ট্যান্ডে

অটোচালকদের বিরুদ্ধে যে কোনও অভিযোগ চিঠিতে লিখে ওই বাক্সে ফেলতে পারবেন যাত্রীরা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০১:১১
Share:

অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এ বার শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে অভিযোগের বাক্স। সল্টলেক করুণাময়ী এবং উল্টোডাঙা অটো স্ট্যান্ডে ওই বাক্স রাখা থাকবে বলে শুক্রবার একটি সভায় জানান ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। অটোচালকদের বিরুদ্ধে যে কোনও অভিযোগ চিঠিতে লিখে ওই বাক্সে ফেলতে পারবেন যাত্রীরা।

Advertisement

এ দিন উল্টোডাঙা ট্রাম ডিপোর কাছে অটোচালকদের ওই সভায় মন্ত্রী বলেন, ‘‘ভোট ব্যাঙ্কের কথা ভেবে আমরা রাজনৈতিক নেতারা এক শ্রেণির অটোচালকদের জুলুম, অন্যায় আচরণ দেখেও চুপ করে থাকি। মানুষের স্বার্থে এ বার আমাদের কড়া হওয়া দরকার।’’ সাধনবাবু জানান, উল্টোডাঙা এবং সল্টলেকের প্রধান স্ট্যান্ডগুলিতে অটোভাড়া ফ্লেক্সে লিখে টাঙানো হবে। বিধাননগরের আইএনটিটিইউসি’র নেতা নির্মল দত্ত বলছেন, “অটোর নম্বর দিয়ে যাতে অভিযোগ জানানো যায়, সে জন্যে উল্টোডাঙা ট্র্যাফিক গার্ড, মানিকতলা থানা এবং অটো ইউনিয়নের নেতৃত্বের ফোন নম্বরও ফ্লেক্সে দেওয়া থাকবে।”

উল্টোডাঙা রুটে অটোর দৌরাত্ম্য কমাতে এ দিন বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের উপস্থিতিতে অটো ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। বারাসতের আঞ্চলিক অফিস থেকে পাওয়া পারমিট নিয়ে

Advertisement

অটোচালকদের একাংশ নিজেদের রুট ছেড়ে সল্টলেক এবং বাগুইআটির বিভিন্ন রুটে অটো চালান বলে অভিযোগ উঠেছে। তাই কোনও রুটে বাইরের অটো কত, তা চিহ্নিত করতে এ দিন ইউনিয়নগুলির কাছে বিভিন্ন রুটের অটোসংখ্যা নিয়ে তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পরে কোনও রুটে অটোসংখ্যার সীমা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে দফতর সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন