সাধারণের নাগালে গল্ফ, সেজেগুজে প্রস্তুত ইকো পার্ক

ইকো পার্কের ছ’নম্বর গেট ধরে ভিতরে গেলে হরিণালয় সংলগ্ন হার্বাল গার্ডেনের পাশেই ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে ওই গল্ফ কোর্স। হিডকো সূত্রে খবর, লম্বায় ৩০ গজের ওই কোর্সে ১২টি ‘ড্রাইভিং বে’ রয়েছে। মূলত এটি ‘ড্রাইভিং রেঞ্জ’ বা ‘প্র্যাক্টিস রেঞ্জ’। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা এবং বিকেলে ৪টে থেকে ৬টা পর্যন্ত এই গল্ফ কোর্স খোলা থাকবে।

Advertisement

কাজল গুপ্ত

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০১:৫৪
Share:

গালিচা: সেই গল্ফ কোর্স। নিউ টাউনে। নিজস্ব চিত্র

এককালে খেলতেন রাজা-নবাবেরা। আর খেলতেন কোম্পানির সাহেবরা। এ কালে খেলতে দেখা যায় শুধুই উচ্চবিত্ত বা অতি সম্পন্ন শ্রেণিকে। কারণ একটাই। বিপুল খরচ। আর সেই জন্যই ক্রিকেট-ফুটবল-ব্যাডমিন্টনের মতো সেটি কখনওই আমজনতার খেলা হয়ে উঠতে পারেনি।

Advertisement

এ বার সেই দূরত্ব কিছুটা হলেও ঘুচতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে নিউ টাউনের ইকো পার্কে একটি গল্ফ কোর্স তৈরি করেছে হিডকো। সাধারণ মানুষ যাতে গল্ফের স্টিক নিয়ে মাঠে নামার সুযোগ পান, তাই এই প্রকল্প। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে গল্ফ। খেলার খরচ নির্ধারিত হয়েছে মধ্যবিত্তের কথা ভেবেই।

ইকো পার্কের ছ’নম্বর গেট ধরে ভিতরে গেলে হরিণালয় সংলগ্ন হার্বাল গার্ডেনের পাশেই ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে ওই গল্ফ কোর্স। হিডকো সূত্রে খবর, লম্বায় ৩০ গজের ওই কোর্সে ১২টি ‘ড্রাইভিং বে’ রয়েছে। মূলত এটি ‘ড্রাইভিং রেঞ্জ’ বা ‘প্র্যাক্টিস রেঞ্জ’। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা এবং বিকেলে ৪টে থেকে ৬টা পর্যন্ত এই গল্ফ কোর্স খোলা থাকবে।

Advertisement

হিডকো সূত্রে খবর, নিউ টাউন বিজনেস ক্লাব কিংবা প্রাতর্ভ্রমণকারীদের এই গল্ফ কোর্স ব্যবহারের জন্য আলাদা করে কোনও অর্থ ব্যয় করতে হবে না। অন্য যে কেউ মাসে ৬০০ টাকার বিনিময়ে এই গল্ফ ক্লাবের সদস্য হতে পারবেন।

এই খেলা খরচসাপেক্ষ। কারণ, একটি ভাল গল্ফ কিটের দাম অনেক। তাই ইকো পার্কে ১০০ টাকায় ভাড়া পাওয়া যাবে গল্ফের স্টিক। সেই সঙ্গে এক বাকেট (৫০টি) বলেরও ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। তবে নিজস্ব স্টিক ও বলও ব্যবহার করা যাবে।

মিলবে গল্ফের প্রশিক্ষণও। যার খরচ মাসে হাজার টাকা। সপ্তাহে চার দিন ক্লাস নেবেন প্রশিক্ষকেরা। হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, ‘‘আমাদের লক্ষ্য, সকলের মধ্যে এই খেলাকে ছড়িয়ে দেওয়া। সেই কারণেই এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।’’ হিডকো সূত্রে খবর, শুধু অনুশীলন বা প্রশিক্ষণই নয়, এখান থেকে ইচ্ছুক যে কেউ প্রতিযোগিতামূলক গল্ফে নামারও সুযোগ পাবেন। তা ভেবে এটিকে ‘নাইন হোলস থ্রি পার’ গল্ফ কোর্সে পরিণত করারও পরিকল্পনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন