চিত্তরঞ্জন সেবাসদনে এক সদ্যোজাতের মৃত্যু ঘিরে ধন্দ তৈরি হওয়ায় পুলিশের দ্বারস্থ হল পরিবার। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন নোদাখালির বাসিন্দা নীতা মাইতি। সোমবার সন্ধ্যায় মারা যায় ওই সদ্যোজাত। পুলিশ জানিয়েছে, পরিজনদের কাছে মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হওয়ায় ভবানীপুর থানায় আবেদন করেন নীতাদেবী। পুলিশের বক্তব্য, ময়না-তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।