প্রতিবাদ, অবরোধ, যানজট

মেডিক্যাল থেকে শিশু চুরির ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে এবং পুলিশের সক্রিয়তার দাবিতে পথ অবরোধ করলেন সৌরভ নস্করের পরিবার এবং প্রতিবেশীরা। ভাঙচুর চালানো হল হাসপাতালেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০৩:১৩
Share:

মেডিক্যাল থেকে শিশু চুরির ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে এবং পুলিশের সক্রিয়তার দাবিতে পথ অবরোধ করলেন সৌরভ নস্করের পরিবার এবং প্রতিবেশীরা। ভাঙচুর চালানো হল হাসপাতালেও।

Advertisement

মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি যাওয়ার অভিযোগ জানান সরস্বতী নস্কর ও সৌরভ নস্কর। বৌবাজার থানায় দায়ের করা অভিযোগে তাঁরা জানান, হাসপাতাল থেকে তাঁদের সদ্যোজাত ছেলে চুরি হয়েছে। অভিযোগ জানানোর কিছু পরেই লালবাজারের শীর্ষ কর্তারা এই ঘটনায় সন্দেহজনক এক মহিলার ছবি পান। কিন্তু তার পরে কয়েক ঘণ্টা কেটে গেলেও কেউ ধরা না পড়ায় শিশুর পরিবারের ক্ষোভ বাড়তে থাকে।

এ দিন রাত সওয়া আটটা নাগাদ অভিযোগকারী দম্পতির প্রতিবেশী ও পরিজনেরা শিশু উদ্ধারের দাবিতে রাস্তা অবরোধ করেন। উল্টোডাঙা এবং মানিকতলা খালপাড়ের প্রায় একশো জন বাসিন্দা হাসপাতালের ছ’নম্বর ফটকের সামনে জড়ো হন। বাঁশ দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একটি অংশ আটকে দেন তাঁরা। অন্য দিকে বাঁশ এবং ইট ছুড়ে হাসপাতালের নীল-সাদা দরজার একটি অংশে ভাঙচুর চালানো হয়। অবরোধকারীদের প্রশ্ন, ছবি পাওয়ার পরেও অপরাধীকে ধরতে পুলিশের কেন এত সময় লাগবে?

Advertisement

ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা যায়, ওই অবরোধের জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একাংশে যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন লালবাজারের কর্তারা। তাঁদের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। রাত পৌঁনে ন’টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন