ভিসা জাল করার অভিযোগে পাকড়াও নাইজিরীয় ফুটবলার

২০১৫ সালে দিল্লি হয়ে দেশের বাইরে যান ড্যানিয়েল। তদন্তকারীদের দাবি, জাল ভিসা নিয়েই সে বার ভারতের বাইরে গিয়েছিলেন ওই নাইজিরীয় ফুটবলার। পরে অবশ্য তিনি এ দেশে ফিরে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:০২
Share:

মোহনবাগান, মহামেডানের মতো বড় দলে খেলেছেন বিদেমি। ফাইল ছবি।

ভিসা জাল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ময়দানের এক প্রাক্তন ফুটবলারকে। ধৃতের নাম ড্যানিয়েল বিদেমি। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ মাদুরদহের একটি ফ্ল্যাট থেকে ময়দানের পরিচিত মুখ ওই নাইজিরীয় ফুটবলারকে মঙ্গলবার রাতে পাকড়াও করে। বুধবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ড্যানিয়েলকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। মোহনবাগান, মহমেডান, টালিগঞ্জ অগ্রগামী, চিরাগ-সহ একাধিক ক্লাবে খেলেছেন ড্যানিয়েল।

Advertisement

২০১৫ সালে দিল্লি হয়ে দেশের বাইরে যান ড্যানিয়েল। তদন্তকারীদের দাবি, জাল ভিসা নিয়েই সে বার ভারতের বাইরে গিয়েছিলেন ওই নাইজিরীয় ফুটবলার। পরে অবশ্য তিনি এ দেশে ফিরে আসেন।

পুলিশ সূত্রের খবর, ২০০৮ সালে ড্যানিয়েল ময়দানে প্রথম বার আসেন মহমেডান স্পোর্টিংয়ের হাত ধরে। এর পরে দেশের প্রায় সাতটি ক্লাবে খেলেছেন ওই ফুটবলার। গত বছরও তাঁকে টালিগঞ্জ অগ্রগামীর হয়ে কলকাতা ফুটবল লিগে খেলতে দেখা গিয়েছে। বর্তমানে তিনি স্থানীয় বিভিন্ন ক্লাবের হয়ে খেলছিলেন।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, সম্প্রতি সিকিওরিটি কন্ট্রোল অফিসের কাছে খবর আসে, ড্যানিয়েল ভুয়ো ভিসা দেখিয়ে বিদেশ সফর করেছেন। তদন্তে জানা যায়, ২০১৫ সালে ভিসার নবীকরণ না করিয়েই তাতে আধিকারিকদের জাল সই বসিয়েছিলেন ড্যানিয়েল। এবং তা দেখিয়েই দিল্লি থেকে নাইজিরিয়া উড়ে গিয়েছিলেন তিনি।

লালবাজার সূত্রের খবর, এর আগে মাদক পাচারের অভিযোগে কলকাতা পুলিশের হাতে বেশ কয়েক জন নাইজিরীয় ফুটবলার গ্রেফতার হয়েছেন। কিন্তু এ বার ভিসা জাল করার অভিযোগে গ্রেফতার হলেন এক বিদেশি। কলকাতায় থাকা নাইজিরীয় ফুটবলারদের বিরুদ্ধে বারবার বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু ড্যানিয়েলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতবাক

ময়দানের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন