Close Circuit Camera

চাই নিবিড় নজরদারি, অনুষ্ঠান বাড়িতে সিসি ক্যামেরার ভাবনা

নিরাপত্তা ও নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট বাড়িগুলিতে ক্যামেরা বসাতে তৎপর হয়েছেন পুর কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৩
Share:

সি সি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে উত্তর দমদম পুরসভা। —প্রতীকী চিত্র।

বিয়ে কিংবা কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া বাড়িতে বসাতে হবে সিসি ক্যামেরা। সম্প্রতি এমনই পরিকল্পনা করেছে উত্তর দমদম পুরসভা। সেই অনুযায়ী শীঘ্রই এই মর্মে নির্দেশ দিতে চলেছে তারা।

পুরসভা সূত্রের খবর, বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে সরকারি এবং বেসরকারি বাড়ি ও কমিউনিটি হল ভাড়া দেওয়া হয়। সম্প্রতি এমনই বেশ কিছু অনুষ্ঠানে গয়না হারানো থেকে শুরু করে বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছে পুর প্রশাসনের কাছে। এর পরেই নিরাপত্তা ও নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট বাড়িগুলিতে ক্যামেরা বসাতে তৎপর হয়েছেন পুর কর্তৃপক্ষ।

যদিও বাসিন্দাদের একাংশের প্রশ্ন, অনুষ্ঠান বাড়িতে ক্যামেরা বসানো দরকার ঠিকই। কিন্তু,
এরই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এবং অপেক্ষাকৃত নির্জন এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানো বেশি জরুরি। সেই বিষয়ে পদক্ষেপ করুক পুরসভা।

এক বাসিন্দা সুমিতা অধিকারী বলেন, ‘‘অনুষ্ঠান বাড়িতে সিসি ক্যামেরা বসানো হবে, ভাল কথা। কিন্তু এই পুর এলাকার সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যশোর রোডের যোগাযোগ রয়েছে। সেই সব সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলিতেও সিসি ক্যামেরা অবিলম্বে প্রয়োজন। এ ছাড়া, স্কুল, কলেজ, হাসপাতাল এলাকায় নিবিড় নজরদারি দরকার।’’ আর এক বাসিন্দা গৌরগোপাল দাস বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গার কয়েকটি ঘটনা দেখে মনে হচ্ছে, আমাদের পুর এলাকাও সিসি
ক্যামেরার নজরদারিতে মুড়ে দেওয়া দরকার।’’

বাসিন্দাদের এই দাবিকে সমর্থন করে এক পুরকর্তা জানান, অনুষ্ঠান বাড়ির পাশাপাশি বিভিন্ন বাজার এলাকা এবং উত্তর দমদম পুর এলাকার প্রাণকেন্দ্র এম বি রোড সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ৭৮টি সিসি ক্যামেরা বসানো হবে বলে ঠিক হয়েছে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, ওয়ার্ড এলাকা থেকে শুরু করে বড় রাস্তা কিংবা জাতীয় সড়কের সঙ্গে পুরসভার সংযোগকারী রাস্তা, এমনকি বিভিন্ন গলিপথও সিসি ক্যামেরার আওতায় আনার চিন্তাভাবনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন