Kolkata Police

বাজির বদলে মাস্ক রাখতে পুলিশের প্রচার

ওই পুলিশ কর্তার ব্যাখ্যা, “বহুতলের আবাসিকদের বিরুদ্ধে শব্দবাজি-সহ নানা বাজি ফাটানোর অভিযোগ দীর্ঘদিনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০১:৩২
Share:

মাস্ক বিলি করছেন এক পুলিশকর্মী। শনিবার, সোনারপুরে। নিজস্ব চিত্র

বাজি নয়। মাস্ক সঙ্গে নিয়ে চল। শনিবার, কালীপুজোর সকালে নিজেদের এলাকায় প্রতিটি বহুতলে এমনটাই প্রচার করল সোনারপুর থানার পুলিশ। শুধু সচেতনতা প্রচার নয়, বহুতলের আবাসিকদের বিনামূল্যে মাস্কও বিলি করা হয়।

Advertisement

এ দিন সকাল থেকে থানা এলাকার বিভিন্ন বাজারে ফুটপাতের ব্যবসায়ী, রেল ও বাসযাত্রীদের বিনামূল্যে মাস্ক বিলি করা হয়। বারুইপুর পুলিশ জেলার এক কর্তা বলেন, “সম্প্রতি বহুতলের আবাসিকদের মধ্যেও মাস্ক পরার বিষয়ে অনীহা দেখা দিয়েছে। সে ক্ষেত্রে এক দিকে বাজি না ফাটানোর আবেদন, আর এক দিকে মাস্ক পরা সম্পর্কে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।”

ওই পুলিশ কর্তার ব্যাখ্যা, “বহুতলের আবাসিকদের বিরুদ্ধে শব্দবাজি-সহ নানা বাজি ফাটানোর অভিযোগ দীর্ঘদিনের। সেই কারণে কালীপুজোর দিন সকালে বহুতল আবাসন এবং পথচলতি সাধারণ মানুষকে বাজি না ফাটানোর আবেদন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে।”

Advertisement

সোনারপুর থানা সূত্রে জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজো পর্যন্ত থানা এলাকায় এক-এক দিন এক-এক জায়গায় বাজি না ফাটানোর প্রচারের পাশাপাশি মাস্ক বিলি করা হবে। প্রায় সাড়ে তিন হাজার মাস্ক বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন