Sealdah

প্রবল বৃষ্টিতে বৈঠকখানা বাজারে বাড়ি ভেঙে মৃত অন্তত দুই

কলকাতায় ভাঙল পুরনো বাড়ি। মারা গেলেন দুই ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১০:৩৮
Share:

নিজস্ব চিত্র।

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাতভর বৃষ্টির মাঝেই শিয়ালদহের বৈঠকখানা বাজারের কাছে রবিবার রাত ২টো নাগাদ একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি।

Advertisement

মুচিপাড়া থানা এলাকায় অবস্থিত এই বাড়িটি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। পৌঁছয় দমকলও। শুরু হয় উদ্ধারকাজ। ভোর রাত নাগাদ গোপাল নস্কর নামে বছর ষাটের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে উদ্ধার করা হয় মানিক জানা নামে বছর আটচল্লিশের এক ব্যক্তির দেহ।

বাড়ি ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন রতন জানা ও বিনোদ শ নামে দুই ব্যক্তি। তাঁদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আরও খবর: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ভারী বৃষ্টি আরও দু’দিন

বৈঠকখানা বাজারের এই এলাকাটি মূলত মুড়িপট্টি নামেই পরিচিত। এলাকার কাউন্সিলর ৪৯ অপরাজিতা দাশগুপ্তর দাবি, বাড়ির মালিক শিপিং হস্তান্তর করেন ডেভেলপমেন্ট কোম্পানিকে। পুরসভা আগেই ঘোষণা করেছিল বাড়িটি বিপজ্জনক। নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু মালিক সেই নোটিস নেয়নি।

দেখুন ভিডিয়ো:

কাউন্সিলরের কথায়, ‘‘বারবার নোটিস দেওয়ার পরেও পুরসভার সঙ্গে যোগাযোগ করেনি মালিকপক্ষ। এই ঘটনায় পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে।’’

আরও খবর: মেডিক্যাল নিয়ে বিবৃতি শঙ্খের, সরকার অনড়ই

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভেঙে পড়া বাড়িটির নিচে পাঁচ-ছয় জন শুয়েছিল রবিবার রাতে। অন্যদিন আরও বেশি বাসিন্দারা থাকেন। প্রথমদিকে সবমিলিয়ে ৭৫ জন বাসিন্দা ছিল এই বাড়িটিতে। তবে বাড়িটির বেহাল দশার কারণে অন্যত্র সরে যান তাঁরা। এঁদের বেশিরভাগই স্থানীয় দোকানে কাজ করেন। রবিবার থাকায় লোক কম ছিল ওই বাড়িতে। দিনের বেলায় হলে বড়সড় দুর্ঘটনা হতে পারত।ঘটনাস্থলে অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। আরও কয়েকজনের বাড়িটির ভিতরে থাকার আশঙ্কা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন