Sealdah Court

১০ লক্ষ টাকার দাবি না মানায় স্বামীকে বঁটির কোপ, অবশেষে ধৃত স্ত্রী

আদালত সূত্রের খবর, বছর বারো আগে বেনিয়াপুকুরের জাননগর রোডের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে বিয়ে হয় বিলকিসের। তাঁদের তিন সন্তান রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২৫
Share:

—প্রতীকী চিত্র।

দিতে হবে টাকা। লিখে দিতে হবে সম্পত্তিও। অভিযোগ, এই নিয়ে স্ত্রী এবং শ্যালক-শ্যালিকার সঙ্গে বিবাদ চরমে উঠেছিল এক যুবকের। তার জেরেই যুবকের মাথায় বঁটির কোপ মেরে তাঁকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃত স্ত্রীর নাম বিলকিস আহমেদ। গত ২৯ নভেম্বরের এই ঘটনার পর থেকে পলাতক ছিল সে। শনিবার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার শিয়ালদহ আদালত বিলকিসকে ১০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় আর এক অভিযুক্ত, প্রহৃত ব্যক্তির শ্যালককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এক অভিযুক্ত, শ্যালিকা পলাতক।

আদালত সূত্রের খবর, বছর বারো আগে বেনিয়াপুকুরের জাননগর রোডের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে বিয়ে হয় বিলকিসের। তাঁদের তিন সন্তান রয়েছে। অভিযোগ, প্রায় নিয়মিত আজহারউদ্দিনের কাছ থেকে টাকাপয়সা চাইত তাঁর স্ত্রী বিলকিস এবং শ্যালক-শ্যালিকা। এই ভাবে বিভিন্ন সময়ে আজহারউদ্দিনের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে নেয় তারা। এর পাশাপাশি, সম্পত্তি লিখে দেওয়ার জন্যও আজহারউদ্দিনকে চাপ দেওয়া হত। গত ২৯ নভেম্বর আজহারউদ্দিনের কাছে অভিযুক্তেরা ১০ লক্ষ টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এই নিয়ে অশান্তি চরমে ওঠে। তার পরেই আজহারউদ্দিনকে মারধর করার পাশাপাশি তাঁর মাথায় বঁটি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

জখম আজহারউদ্দিনকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে তাঁর শ্যালককে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। সে ১০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। এ বার গ্রেফতার করা হল আজহারউদ্দিনের স্ত্রী বিলকিসকে। এ দিন আজহারউদ্দিনের আইনজীবী অমর্ত্য দে বলেন, ‘‘তদন্তের স্বার্থে বিলকিসকে পুলিশ হেফাজতে পাঠানোর জন্য আদালতে আর্জি জানিয়েছিলাম। তা মঞ্জুর হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন