নিক্কো পার্ক। —নিজস্ব চিত্র।
কলকাতায় নিক্কো পার্কে ঘুরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের! প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবার ওই যুবক নিক্কো পার্কের ভিতরে ওয়াটার পার্কে স্নান করতে নেমেছিলেন। সেই সময়েই আচমকা সংজ্ঞা হারান রাহুল দাস নামে ওই যুবক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বুধবার সকালে বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়েছিলেন উল্টোডাঙা এলাকার বাসিন্দা রাহুল। নিক্কো পার্কের ওয়াটার পার্কে যখন তাঁরা স্নান করতে নামেন, তখন আচমকাই সংজ্ঞা হারান ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে।
নিক্কো পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ১টার কিছু পরে ঘটনাটি তাঁদের নজরে আসে। নিক্কো পার্কের ভিতরে ‘নায়গ্রা ফল’ নামে একটি প্রমোদস্থল রয়েছে। পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রায় সিঙ্ঘানিয়া জানান, তাঁরা দেখতে পান ওই ‘নায়গ্রা ফল’ থেকে এক যুবককে নামানো হচ্ছে। ওই যুবক সেই সময়ে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। বিষয়টি নজরে আসার পরেই পার্কচত্বরেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর পরে নিক্কো পার্কের অ্যাম্বুল্যান্সেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এই ঘটনায় পার্কের কোনও গাফিলতি নেই বলেই দাবি নিক্কো পার্কের কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই যুবক হঠাৎ অজ্ঞান হয়ে যান।