মেট্রোর লাইনে ঢুকে ট্রেনের ধাক্কায় আহত

ওই ঘটনায় এ দিন সকালের দিকে নোয়াপাড়া, দমদম, শ্যামবাজার স্টেশনে প্রায় ৪০ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। সাতসকালে মেট্রো বিভ্রাটে দমদম স্টেশনে আটকে পড়েন অনেকেই। কিছু পরে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৩:২১
Share:

নিয়ম ভেঙে দমদম থেকে নোয়াপাড়ার দিকে মেট্রোর লাইন ধরে হাঁটতে গিয়ে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন মধ্য তিরিশের এক ব্যক্তি। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ওই ঘটনায় এ দিন সকালের দিকে নোয়াপাড়া, দমদম, শ্যামবাজার স্টেশনে প্রায় ৪০ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। সাতসকালে মেট্রো বিভ্রাটে দমদম স্টেশনে আটকে পড়েন অনেকেই। কিছু পরে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়।

মেট্রোর অবশ্য দাবি, সকাল ৯টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ফলে দুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়নি।

Advertisement

ওই ঘটনায় মেট্রো পথ এবং সুড়ঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী ভাবে এক জন মেট্রোর লাইনে অনুমতি ছাড়া আচমকা ঢুকে পড়লেন তা জানতে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “এক ব্যক্তি সুড়ঙ্গ ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন বলে জেনেছি। কী ভাবে ওই ব্যক্তি মেট্রো পথে এসে পড়লেন, তা জানতে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।”

মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল ৮টা নাগাদ নোয়াপাড়া থেকে দমদমগামী একটি এসি মেট্রোর চালক সুড়ঙ্গের মুখে এক ব্যক্তির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার বিষয়টি প্রথম টের পান। তিনিই বিষয়টি কন্ট্রোল রুমে জানান বলে খবর। এর পরে মেট্রোর কর্মীরা নোয়াপা়ড়া ও দমদমের মধ্যে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওই ব্যক্তিকে খুঁজতে বেরোন। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরে দেখা যায়, দমদম স্টেশনের উত্তরে সুড়ঙ্গের কিছুটা ভিতরে এক ব্যক্তির দেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে। মেট্রো এবং রেলরক্ষী বাহিনীর কর্মীরা গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, ওই ব্যক্তির মাথার সামনে আঘাত লেগেছে। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে ভবঘুরে বলে মনে হলেও তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, জানা যায়নি। পাশাপাশি, তিনি মানসিক ভারসাম্যহীন নাকি আত্মহত্যার উদ্দেশ্যে লাইনের কাছে চলে এসেছিলেন, তা-ও স্পষ্ট নয়।

বছর দেড়েক আগে দমদম এবং বেলগাছিয়ার মধ্যে মেট্রোর লাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। কয়েক মাস আগে দমদম স্টেশনের আপ লাইনে ট্রেন থেকে নেমে রেলিং টপকে মেট্রো পথ ধরে এক ব্যক্তি নোয়াপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করলে রেলরক্ষী বাহিনীর কর্মীরা তাঁকে ধরে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন