মাঝেরহাট সেতুতে গাড়ি উল্টে মৃত এক

নিয়ন্ত্রণ হারিয়ে মাঝেরহাট সেতুতে উল্টে গেল একটি গাড়ি। রবিবার সকাল ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ১১ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে বজবজ থেকে বানতলার দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনায় জয়ন্ত সাউ (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১২:১৭
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে মাঝেরহাট সেতুতে উল্টে গেল একটি গাড়ি। রবিবার সকাল ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ১১ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে বজবজ থেকে বানতলার দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনায় জয়ন্ত সাউ (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সন্তোষপুরে। বাকিদের আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ন’জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement