বাগুইআটিতে এটিএম লুঠের চেষ্টার ঘটনায় গ্রেফতার ১

বাগুইআটির অশ্বিনীনগরে এটিএম ভেঙে লুঠের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোনা সিংহ। শনিবার রাতেই এটিএমের ভিতরে নিরাপত্তারক্ষীর ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভল্ট কাটার জিনিসপত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১১:২০
Share:

এই সেই এটিএম। নিজস্ব চিত্র।

বাগুইআটির অশ্বিনীনগরে এটিএম ভেঙে লুঠের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোনা সিংহ। শনিবার রাতেই এটিএমের ভিতরে নিরাপত্তারক্ষীর ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভল্ট কাটার জিনিসপত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, পুরনো একটি মামলায় সোনা সিংহের খোঁজ চলছিল। গত কাল ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। পুলিশের দাবি, সেই সুযোগেই লুঠের চেষ্টা চালায় সোনা।

Advertisement

ওই দিন রাতে বাগুইআটির হাতিয়াড়া রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করছিল এক দল দুষ্কৃতী। কিন্তু সেই সময় পুলিশ এসে পড়ায় টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। বাকিরা পালাতে সক্ষম হলেও সোনা সিংহকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement