মল্লিক বাজারে ব্যবসায়ী খুনে গ্রেফতার ১

মল্লিক বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশ। অভিযুক্তের নাম কেলো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ১৬:১০
Share:

মল্লিক বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশ। অভিযুক্তের নাম কেলো। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এই কেলোই নুর মহম্মদকে ফোন করে বাইরে ডেকে নিয়ে গিয়েছিল। তার সঙ্গী ছিল সফিক নামে আরও একজন। এরা দু’জনেই নুরের ব্যবসার অংশীদার বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কেলো আর সফিকের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ইট নামানোর কাজে তদারকি করছিলেন নুর। হঠাৎই সেই সময় পার্ক সার্কাসের দিক থেকে দু’টি মোটরবাইকে চার যুবক হাজির হয়ে তিন রাউন্ড গুলি চালায়। এর মধ্যে দু’টি গুলি লাগে নুরের ঘাড়ে ও পেটে। আততায়ীরা পালিয়ে গেলেও সেই সময় কেলো ও সফিককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় কথায় অসঙ্গতি পাওয়ায় কেলোকে রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হতে পারে।

Advertisement

আরও পড়ুন: প্রকাশ্যে গুলিতে খুন ব্যবসায়ী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement