Girl Missing in Anandapur

আনন্দপুরে স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ তরুণী! খোঁজ মিলছে না প্রশিক্ষক বন্ধুরও

পরিবারের দাবি, রোহিত আগরওয়াল নামে এক বন্ধুর কাছে স্কুটি চালানো শিখছিলেন রণিতা। সোমবারও স্কুটি চালানোর প্রশিক্ষণ নিতেই বেরিয়েছিলেন ওই যুবতী। কিন্তু তার পরে আর বাড়ি ফেরেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১১:৪৯
Share:

আনন্দপুরে স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ তরুণী। —প্রতীকী চিত্র।

স্কুটি চালানো শিখতে গিয়ে আনন্দপুরে নিখোঁজ এক তরুণী। পরিবারের দাবি, সোমবার থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না রণিতা বৈদ্য নামে ওই তরুণীর। পরিবারের সদস্যেরা বিষয়টি থানায় জানানোর পরই রণিতার খোঁজ শুরু করেছে পুলিশ। সোমবার রাতে আনন্দপুর খালে তল্লাশি চালানো হয়েছে। তবে রণিতার কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রণিতা আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা। মাস পাঁচেক আগেই স্কুটি কিনেছিলেন তিনি। পরিবারের দাবি, রোহিত আগরওয়াল নামে এক বন্ধুর কাছে স্কুটি চালানো শিখছিলেন রণিতা। সোমবারও স্কুটি চালানোর প্রশিক্ষণ নিতেই বেরিয়েছিলেন ওই যুবতী। কিন্তু তার পরে আর বাড়ি ফেরেননি। ঘটনার পর থেকে খোঁজ নেই রোহিতেরও।

পরিবারের সদস্যদের সন্দেহ, স্কুটি চালানো শিখতে গিয়েই কিছু ঘটে থাকতে পারে। সূত্রের খবর, সোমবার স্কুটি চালানো শেখার সময় রোহিত এবং রণিতার মধ্যে ঝামেলাও হয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত ভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। আপাতত পরিবার এবং অন্য সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখছে পুলিশ। একই সঙ্গে রণিতা এবং রোহিতের খোঁজও চালানো হচ্ছে। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা স্কুটি চালানো শিখতে গিয়ে খালে পড়ে গিয়েছেন না অন্য কোথাও চলে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement