Sinthi Gold Loot Case

সিঁথিতে ব্যবসায়ীর আড়াই কোটি টাকার সোনা লুটের ঘটনায় হুগলি থেকে গ্রেফতার এক, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে

অক্টোবরে সিঁথির এক স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতকুমার দাসের কাছ থেকে লুট করে নেওয়া হয় আড়াই কোটি টাকার সোনা। সেই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতার হলেন এক জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৫০
Share:

—প্রতীকী চিত্র।

সিথিঁতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকার সোনা লুটের ঘটনায় গ্রেফতার এক জন। সইদুল মণ্ডল নামে ওই ব‍্যক্তিকে হুগলি থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

বছর দুই আগে সইদুল এই ওয়ার্কশপে কাজ করতেন বলে জানা গিয়েছে। তবে লুটের ঘটনায় আরও কয়েক জন জড়িত রয়েছেন বলে সন্দেহ পুলিশের। তাঁদের খোঁজ চলছে। প্রসঙ্গত, গত অক্টোবরে সিঁথির এক স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতকুমার দাসের কাছ থেকে লুট করে নেওয়া হয় আড়াই কোটি টাকার সোনা। সেই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতার হলেনএক জন।

বড়বাজার থেকে নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত। সেই স্কুটারের ডিকিতে ছিল দু’কেজির বেশি সোনার বাট। সেই সোনা নিয়ে ওয়ার্কশপে ঢোকার মুখে আচমকা একটি বাইকে চেপে আসা কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথ আটকান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেই সোনা লুট করে পালান তাঁরা। সঞ্জিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের হলেও তিনি থাকেন সিঁথি এলাকাতেই। অভিযোগ, তাঁর কাছ থেকে দু’কেজি ৩৮০ গ্রাম সোনা চুরি করে দুষ্কৃতীরা, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement