ধৃতের নাম রাজ দোসাদ। —প্রতীকী চিত্র।
এক ব্যক্তির ঘাড়ে চপার মেরে খুনের চেষ্টা এবং প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অন্য জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজ দোসাদ। জখমের নাম বিকাশ বিশ্বাস। দু’জনেই কলকাতা পুরসভার কর্মী। দু’জনে একটি মোটরবাইক কেনার পরিকল্পনা করছিলেন।তাই বিকাশ ওই টাকা জোগাড় করেছিলেন। শুক্রবার রাতে শিয়ালদহ স্টেশনের বাইরে দু’জনে আসেন।রাজ বাজার থেকে আম কিনে বিকাশকে সেগুলি দেখতে বলে। বিকাশ নিচু হতেই রাজ তাঁর ঘাড়ে চপারের কোপ মারে বলে অভিযোগ। এর পরে বিকাশের টাকার ব্যাগ ছিনিয়ে পালাতে চেষ্টা করে রাজ। স্থানীয়েরাই রাজকে পুলিশের হাতে তুলে দেন। শনিবার রাজকে ১১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে