সেক্টর ৫

যানজট কমাতে একমুখী হচ্ছে রিং রোড

পাঁচ নম্বর সেক্টরে যানজট কাটাতে রিং রোড তৈরি হয়েছে অনেক দিন আগেই। কিন্তু যানজটের সমস্যা কমেনি। অবশেষে সেই সমস্যার সুরাহা করল বিধাননগর পুলিশ। মঙ্গলবার থেকে পাঁচ নম্বর সেক্টরে গাড়ি চলাচলের নতুন ওয়ান ওয়ে ট্রাফিক বিধি ৩ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে কার্যকর করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪
Share:

পাঁচ নম্বর সেক্টরে যানজট কাটাতে রিং রোড তৈরি হয়েছে অনেক দিন আগেই। কিন্তু যানজটের সমস্যা কমেনি। অবশেষে সেই সমস্যার সুরাহা করল বিধাননগর পুলিশ।

Advertisement

মঙ্গলবার থেকে পাঁচ নম্বর সেক্টরে গাড়ি চলাচলের নতুন ওয়ান ওয়ে ট্রাফিক বিধি ৩ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে কার্যকর করেছে পুলিশ। কিন্তু নতুন এই ট্রাফিক বিধি পথচলতি মানুষ কিংবা আইটি কর্মীরা আগে জানতে পারেননি। ফলে বেশ কিছুটা ভোগান্তির মধ্যেও পড়তে হয়েছে তাঁদের। তবে প্রথম দিনের যানজট যে ভাবে কমেছে তাতে এই বিধি স্থায়ী হতে পারে বলেই বিধাননগর পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

পথচারী ও আইটি কর্মীদের সুবিধার জন্য রাজারহাট বক্স ব্রিজ থেকে সল্টলেকের প্রবেশ পথে পোস্টার লাগিয়েছে পুলিশ। তা ছাড়াও, অধিকাংশ বাসস্টপে অসংখ্য সিভিক পুলিশ পথে নামানো হয়েছিল। ফলে পুলিশের দাবি, ভোগান্তি কিছুটা কমেছে।

Advertisement

রাজারহাট-নিউ টাউন থেকে পাঁচ নম্বর সেক্টরে যাওয়া গাড়িগুলি আগে টেকনোপলিস মোড় পার করে বাঁ দিকে সোজা কলেজ মোড় হয়ে এক দিকে এসডিএফ বিল্ডিং এবং করুণাময়ীর দিকে চলে যেত।

নতুন ট্রাফিক বিধি অনুসারে রাজারহাট বক্স ব্রিজ পার করে পাঁচ নম্বর সেক্টরে ঢোকার পরেই বাঁ দিকে রিং রোডের দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওই রিং রোড ধরে এসডিএফ বিল্ডিং, স্বাস্থ্যভবন, নিকো পার্ক হয়ে ই এম বাইপাসের দিকে যাতায়াত করবে গাড়ি। উল্টো দিক থেকে গাড়ি চলাচলের নিয়ম একই থাকবে বলে পুলিশ সূত্রের খবর।

সেক্টর-৫ এলাকায় মাত্র ১৭ কিলোমিটার রাস্তা। কিন্তু গাড়ির চাপ কয়েক গুণ বেশি। গত কয়েক বছরের মধ্যে যানজট জটিল আকার ধারণ করেছে। পাঁচ নম্বর সেক্টরের প্রশাসনিক সংস্থা নবদিগন্ত রিং রোডের পরিকল্পনা করার পর বিধাননগর সিটি পুলিশ ওয়ান ওয়ে ট্র্যাফিক বিধির পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু পরিকল্পনা কার্যকর হয়নি।

নয়া বিধির ফলে টেকনোপলিস মোড় থেকে এসডিএফ বিল্ডিংমুখী মূল রাস্তায় যানজট কমবে বলেই ধারণা নবদিগন্তের কর্তাদের। সেই ধারণার অনেকটাই প্রমাণ মিলল এ দিন। নবদিগন্তের এক কর্তা জানান, দীর্ঘদিন আগেই ওয়ানওয়ে ট্রাফিক বিধির কথা বলেছিল পুলিশ। আশাকরি এই নতুন বিধিতে যানজট কমবে।

তবে কেন এই নতুন বিধির কথা আগাম জানানো হল না?

বিধাননগরের এক পুলিশ কর্তা জানান, পরীক্ষামূলক ভাবে এ দিন থেকে নতুন ওয়ানওয়ে ট্র্যাফিক বিধি চালু করা হয়েছে। তাই আগাম জানানো হয়নি। তবে মানুষের দুর্ভোগ কমাতে সর্বত্র পুলিশ পথে নামানো হয়েছিল।

অন্য দিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তাই নিয়ে সোমবার একটি মিনি ট্রাক সংগঠনের সদস্যরা বিক্ষোভও দেখিয়েছিলেন। এ দিন ওই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পরে দাবি মেনে নিয়ে নিয়ম শিথিল করল বিধাননগর পুলিশ। তবে বড় ট্রাকের ক্ষেত্রে চলাচলের সময়সীমার নিয়ম একই থাকবে।

মঙ্গলবার বিধাননগরের ট্র্যাফিক কর্তারা মিনি ট্রাক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রাজারহাট-গোপালপুর মিনিট্রাক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মিনি ট্রাকের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকলে রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে। সেই দাবি মেনে নিয়ে পুলিশ মিনি ট্রাকের জন্য বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং রাত ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত মিনি ট্রাক বিধাননগর পুরএলাকায় পণ্য নিয়ে চলাচল করতে পারবে। তবে মিনি ট্রাকে ৩ টনের বেশি সামগ্রী নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন