যাদবপুরকে স্বীকৃতি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির পাঠ্যক্রম অনুসরণ করতে পারবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (রুসা) এই নির্দেশ দিয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক রজত আচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৪:১৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির পাঠ্যক্রম অনুসরণ করতে পারবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (রুসা) এই নির্দেশ দিয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক রজত আচার্য। দেশের ১০টি বিশ্ববিদ্যালয়কে দশটি বিষয়ে সেরা চিহ্নিত করেছে রুসা। যাদবপুরের অর্থনীতি বিভাগ সেই সেরার তালিকায় রয়েছে। অর্থনীতিবিদ প্রণব বর্ধন, পুলিন নায়েক, যাদবপুরের অর্থনীতি বিভাগের দুই

Advertisement

শিক্ষক অজিতাভ রায়চৌধুরী এবং রজত আচার্য বিভাগের নতুন পাঠ্যক্রম তৈরি করেছেন। তা স্নাতকোত্তর বিভাগে চালুও হয়ে গিয়েছে। চলতি শিক্ষাবর্ষেই চালু হয়েছে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স-ও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন