গুজবে আতঙ্ক

উড়ালপুল ঘিরে গুজবে ফের আতঙ্ক ছড়াল শহরে। কেএমডিএ-র তৈরি চিংড়িঘাটা উড়ালপুলের একাধিক ফাটলের ছবি পোস্ট হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০১:০৩
Share:

ছবি: শৌভিক দে।

উড়ালপুল ঘিরে গুজবে ফের আতঙ্ক ছড়াল শহরে। কেএমডিএ-র তৈরি চিংড়িঘাটা উড়ালপুলের একাধিক ফাটলের ছবি পোস্ট হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তা ছড়িয়ে গিয়েছে কলকাতা থেকে অন্য শহরেও। এ প্রসঙ্গে কেএমডিএ-র ইঞ্জিনিয়ারেরা জানিয়েছেন, যেগুলিকে ‘ফাটল’ বলা হচ্ছে সেগুলি আদতে ‘এক্সপ্যানশন জয়েন্ট’-এর ফাঁক। ওই ফাঁক থাকাটাই স্বাভাবিক। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও বৃহস্পতিবার বলেন, ‘‘বুধবারই ওই উড়ালপুল পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়ারেরা। কোনও ত্রুটি মেলেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন