ভোরের হাওড়া স্টেশনে গুলি, ছড়াল আতঙ্ক

সকাল সাড়ে ৬টা। দু’টি গুলির শব্দে কেঁপে উঠল হাওড়া স্টেশন। ভয়ে ছুটতে শুরু করলেন যাত্রীরা। রেল পুলিশ ও আরপিএফ এসে দেখে, এক আরপিএফ জওয়ানের অসতর্কতায় তাঁর ইনসাস রাইফেল থেকে গুলি বেরিয়ে স্টেশনের ছাদে লেগেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪২
Share:

ছবি—ফাইল।

সকাল সাড়ে ৬টা। দু’টি গুলির শব্দে কেঁপে উঠল হাওড়া স্টেশন। ভয়ে ছুটতে শুরু করলেন যাত্রীরা। রেল পুলিশ ও আরপিএফ এসে দেখে, এক আরপিএফ জওয়ানের অসতর্কতায় তাঁর ইনসাস রাইফেল থেকে গুলি বেরিয়ে স্টেশনের ছাদে লেগেছে।

Advertisement

রেল পুলিশ ও আরপিএফ জানায়, এ দিন ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন ওই আরপিএফ কনস্টেবল সতীশ কুমার। সকালে হঠাৎ তাঁর রাইফেল থেকে দু’টি গুলি বেরিয়ে যায়। সারা রাতের পরে সকালে ওই সময়ে তাঁর ডিউটি পরিবর্তনের কথা ছিল। প্ল্যাটফর্মের যাত্রী ও দোকানদারদের মতে, রাতে ডিউটি করে ঘুমিয়ে পড়াতেই কোনও ভাবে গুলি বেরিয়ে গিয়েছে।

তবে আরপিএফ-এর দাবি, এটি দুর্ঘটনা। এক অফিসার বলেন, ‘‘ডিউটি পরিবর্তনের সময়ে রাইফেলের গুলি বার করে গুনে দেখাতে হয় সকালে ডিউটিতে আসা জওয়ানকে। তখনই এই ঘটনা।’’ আরপিএফ সূত্রে খবর, সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ‘ক্লোজ’ করা হয়েছে ওই জওয়ানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement