ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতার বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রবিবার সকালে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। চাঁই পড়ে আহত হলেন এক প্রৌঢ়। তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও যায়। যেখানে বাড়ির একাংশ ভেঙে পড়েছে, তার অদূরে মেট্রোর জন্য খোঁড়াখুড়ির কাজ হয়েছিল।
রবিবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ১০৭ নম্বর বাড়িটির একাংশ ভেঙে পড়ে। পুরোনো ওই বাড়িটি চার তলা। এই ঘটনায় আহত হন পাপ্পু সিং নাম এক ব্যক্তি। তাঁর বয়স ৫৯ বছর। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কলকাতা মেট্রোর আধিকারিকেরা।
বৌবাজারের দুর্গা পিতুরি লেনের নীচ দিয়ে গিয়েছে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট রুটের লাইন। এই লাইনের মাধ্যমে জুড়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছিলেন, এই লাইনে মাটির নীচ দিয়ে মেট্রো চলাচলের কারণে স্থানীয় বাড়িগুলির একাংশে ফাটল দেখা দিয়েছে। সেই দুর্গা পিতুরি লেনের পাশের রাস্তায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ। যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি বেশ পুরনো বলে জানা গিয়েছে।