গড়িয়ার দম্পতির তিন তলার ফ্ল্যাট থেকে শব্দবাজি ছোড়া হয়েছে বলে অভিযোগ। ছবি: ভিডিয়ো থেকে।
গড়িয়ায় ‘নিগৃহীত’ দম্পতির বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন স্থানীয় বাসিন্দারা। যে ক্লাবের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার রাতে দম্পতি বচসায় জড়িয়ে পড়েছিলেন, তাঁদের দাবি, রাতে মহিলা এবং তাঁর স্বামী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পাল্টা শব্দবাজি ফাটিয়েছেন তাঁরাও। তিন তলা থেকে মহিলা যে চকোলেট বোম ছুড়েছেন, তা এক শিশুর পায়ে লাগে বলে দাবি। রাস্তায় বেরিয়ে ক্লাব সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করার অভিযোগও উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত ক্লাব সদস্যদের তরফে দম্পতির বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
বৃহস্পতিবার রাতে গড়িয়ার নেতাজি নগর থানা এলাকায় একটি ক্লাবের কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দম্পতির অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজি ফাটানো হচ্ছিল। তার একটি মহিলার পায়ের সামনে এসে ফাটলে তিনি প্রতিবাদ করেন। তার পরেই তাঁর উপর ‘চড়াও’ হন ক্লাবের কয়েক জন যুবক। অভিযোগ, মত্ত অবস্থায় রাস্তায় ফেলে মহিলাকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাঁর স্বামীও মার খান। এর পর দরজা ভেঙে তিন তলায় উঠে গিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। রাতেই হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান দম্পতি। তার ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দম্পতির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন স্থানীয়েরা। এলাকার বাসিন্দা জয়ন্তী ঘোষ বলেন, ‘‘রাত ১১টা-সাড়ে ১১টা নাগাদ আমরা বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছিলাম। ওঁদের বাড়ি তিনতলায়। ওঁরাও নেমে এসে বাজি ফাটাতে শুরু করেন। আমাদের দিক থেকে একটা বাজি হয়তো ওঁর পায়ের সামনে গিয়ে ফেটেছিল। তাতে ওই দিদি এক জনের কলার ধরে ক্ষমা চাইতে বলেন। তাঁকে কান ধরে ওঠবোস করান। আমরা সেটার প্রতিবাদ করলে আমাদেরও কলার ধরে ক্ষমা চাইতে বলেন। ধাক্কাধাক্কি করেন। উনি এবং ওঁর স্বামী দু’জনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ধাক্কাধাক্কির সময়ে রাস্তায় পড়ে যান। এলোপাথাড়ি ঘুষি মারছিলেন সকলকে। বুঝিয়ে ওঁকে উপরে পাঠানো হলেও থামেননি। উপর থেকে একটি চকোলেট বোম ছোড়েন, যা একটা বাচ্চার পায়ে লাগে। পায়ের কড়ে আঙুল পুড়ে গিয়েছে।’’ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ক্লাব সদস্যদের একাংশ। অভিযোগকারিণী দাবি করেছিলেন, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্লাব সদস্যেরা।
তিনতলা থেকে শব্দবাজি ছোড়ার ভিডিয়ো স্থানীয়দের তরফে প্রকাশ করা হয়েছে। তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। নেতাজি নগর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।