বিক্ষোভ: পথ অবরোধ ঘিরে তুলকালাম। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর জেরে বজবজ ট্রাঙ্ক রোডে। বৃহস্পতিবার রাতে। নিজস্ব চিত্র
পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর জেরে তাঁর দেহ নিয়ে রাস্তা আটকে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, বেহাল ওই রাস্তা অবিলম্বে সারাতে হবে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বজবজ ট্রাঙ্ক রোডের জি়ঞ্জিরাবাজার এলাকায়। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশের দাবি, তাদের লক্ষ করে পাল্টা ইটবৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে স্বামীর সঙ্গে সাইকেলে চেপে জিঞ্জিরাবাজারের নয়াবস্তির বাড়িতে ফিরছিলেন শুক্লা দাস (৩০)। সেই সময়ে পিছন থেকে একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। উল্টে প়ড়েন দু’জনেই। স্বামী বেঁচে গেলেও শুক্লাদেবীকে পিষে দেয় গাড়ি। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার ময়না-তদন্তের পরে সন্ধ্যা ছ’টা নাগাদ বজবজ ট্রাঙ্ক রোডে শুক্লাদেবীর মৃতদেহ নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝে দেহ রেখে অবরোধ শুরু করেন তাঁরা। রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে আছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। কিন্তু প্রশাসন নির্বিকার। মৃতার এক আত্মীয়ের অভিযোগ, ‘‘বজবজ ট্রাঙ্ক রোডে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। আমাদের দাবি, অবিলম্বে রাস্তা সারানো হোক।’’ এ দিন প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধের পরে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। টায়ার জ্বালিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয়। পরে রাত সা়ড়ে আটটা নাগাদ অবরোধ ওঠে। পুলিশ এই ঘটনায় চার জনকে আটক করেছে।