Durga Puja

অনলাইনে পুজোর অনুমতি মিলবে চলতি সপ্তাহ থেকেই

শুক্রবার থেকে ‘আসান’ পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবে পুজো কমিটিগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৮
Share:

চলছে প্রস্তুতি। ছবি পিটিআই।

করোনা আবহে এ বার পুজো করার জন্য অনলাইনে আবেদন জানানো যাবে চলতি সপ্তাহ থেকেই। আগামী শুক্রবার থেকে ‘আসান’ পোর্টালের মাধ্যমে ওই আবেদন জানাতে পারবে পুজো কমিটিগুলি। এই পদ্ধতিতে একই সঙ্গে কলকাতা পুলিশ, সিইএসসি, কেএমসি এবং দমকলের অনুমতি পাওয়া যাবে।

Advertisement

লালবাজার সূত্রের খবর, ‘আসান’-এর মতো এক জানলা পদ্ধতির মাধ্যমে দ্রুত পুজো করার অনুমতি দিতে লালবাজারের তরফে পুলিশকর্মীদের নিয়ে পৃথক সেল তৈরি করা হয়েছে। সোমবার ওই সেলের সদস্যদের সঙ্গে বৈঠকও হয়েছে পুজো উদ্যোক্তাদের।

পুলিশ সূত্রের খবর, এ বার অনলাইনে অনুমতি দানের এই প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে। প্রতিটি থানায় এর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এক জন পুলিশকর্মীর উপরে। তিনিই ওই এলাকার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে যোগাযোগ রাখবেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, অনুমতি আদায়ের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। নির্ধারিত উচ্চতার চেয়ে কোনও প্রতিমা যেন বেশি উঁচু না হয়, তা মেনে চলতে বলা হবে পুজো কমিটিগুলিকে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ মেনে রাস্তার একটি অংশ ছেড়ে মণ্ডপ করতে বলা হয়েছে। মণ্ডপে ঢোকা-বেরোনোর জন্য পৃথক পথ রাখতে বলা হয়েছে।

লালবাজার জানিয়েছে, করোনার মধ্যেই এ বার পুজো হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ কঠোর ভাবে মেনে চলার জন্য পুজো কমিটিগুলির কাছে আবেদন করা হয়েছে। রাজ্য সরকার পুজো কমিটিগুলির জন্য যে ১১ দফা নির্দেশিকা জারি করেছে, তা অনলাইন পোর্টালে আবেদনের সময়েই মেনে চলতে বলা হবে পুজো কমিটিগুলিকে।

পুলিশ সূত্রের খবর, ওই নির্দেশিকায় প্রতিটি পুজো কমিটিকে স্যানিটাইজ়ার এবং মাস্কের বন্দোবস্ত রাখতে বলা হয়েছে। মণ্ডপ সংলগ্ন এলাকায় সব রকম অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। খোলামেলা মণ্ডপ তৈরির পাশাপাশি সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ এবং অঞ্জলি দেওয়ার মতো প্রতিটি প্রক্রিয়াই যাতে ছোঁয়াচ এড়িয়ে হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন