প্রতিবন্ধী যুবক প্রহৃত

বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে একটি গাড়ি। কিছু পরে সেখানে এসে দাঁড়াল একটি ট্যাক্সি। ট্যাক্সিতে থাকা ব্যক্তি ওই গাড়ির চালককে জানালেন, তিনি প্রতিবন্ধী। গাড়িটি সরালে তাঁর নামতে সুবিধা হবে। অভিযোগ, তখনকার মতো চালক গাড়ি সরালেও একটু পরে ফিরে প্রতিবন্ধী ওই যুবককে মারধর করেন। তাঁর হুইলচেয়ারটিও ভেঙে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০১:৩৬
Share:

বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে একটি গাড়ি। কিছু পরে সেখানে এসে দাঁড়াল একটি ট্যাক্সি। ট্যাক্সিতে থাকা ব্যক্তি ওই গাড়ির চালককে জানালেন, তিনি প্রতিবন্ধী। গাড়িটি সরালে তাঁর নামতে সুবিধা হবে। অভিযোগ, তখনকার মতো চালক গাড়ি সরালেও একটু পরে ফিরে প্রতিবন্ধী ওই যুবককে মারধর করেন। তাঁর হুইলচেয়ারটিও ভেঙে দেন।

Advertisement

বুধবার যাদবপুর থানার প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের ঘটনা। পুলিশ জানায়, প্রতিবন্ধী যুবকের নাম প্রহ্লাদ অগ্রবাল। পুলিশকে প্রহ্লাদ অভিযোগে জানান, তিনি নিজের দোকান বন্ধ করে ট্যাক্সিতে ফিরে দেখেন, একটি গাড়ি বাড়ির গেট আটকে দাঁড়িয়ে। প্রহ্লাদ হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। তাঁর স্ত্রী গেটের সামনে হুইলচেয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন। পুলিশ জেনেছে, প্রহ্লাদ গাড়িচালককে সরতে বললে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সাময়িক ভাবে চালক গাড়ি সরিয়ে নিলেও কিছুক্ষণ পরে ফিরে প্রহ্লাদকে মারধর করেন। প্রহ্লাদের স্ত্রী ছুটে এলে তাঁর কাছ থেকে হুইলচেয়ারটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। প্রহ্লাদ চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যায়। ওই রাতেই যাদবপুর থানায় প্রহ্লাদ অভিযোগ দায়ের করেন। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement