শহরে বৃষ্টি, নিষেধ বেরোনো?

বৃষ্টির টাপুর-টুপুর এই শহরের মানচিত্রে এঁকে চলেছে খামখেয়ালি জলছবি। সেই অগুনতি ছবির মধ্যে মেঘলা ফ্রেমে সারবন্দি ট্রাফিক, হাঁটু জলে বলে কিক, ছাতা মাথায় পথ পেরোনো— এক একটা ক্লিকে ধরা দিল বিশ্বনাথ বণিকের ক্যামেরায়।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ১৭:৫২
Share:

জল-খেলা।

বৃষ্টির টাপুর-টুপুর এই শহরের মানচিত্রে এঁকে চলেছে খামখেয়ালি জলছবি। সেই অগুনতি ছবির মধ্যে মেঘলা ফ্রেমে সারবন্দি ট্রাফিক, হাঁটু জলে বলে কিক, ছাতা মাথায় পথ পেরোনো— এক একটা ক্লিকে ধরা দিল বিশ্বনাথ বণিকের ক্যামেরায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement