হাওড়ায় ৩ সেতুর ভাবনা

যানবাহনের গতি বাড়াতে হাওড়ায় তিনটি উড়ালপুল তৈরির জন্য রাজ্যকে প্রস্তাব দিল হাওড়া পুরসভা। রাজ্য পুর দফতরের সহযোগিতায় উড়ালপুলগুলি তৈরি হবে সালকিয়া, ইস্ট-ওয়েস্ট বাইপাস ও কামারডাঙায়।

Advertisement

দেবাশিস দাশ

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০২:২৮
Share:

যানবাহনের গতি বাড়াতে হাওড়ায় তিনটি উড়ালপুল তৈরির জন্য রাজ্যকে প্রস্তাব দিল হাওড়া পুরসভা। রাজ্য পুর দফতরের সহযোগিতায় উড়ালপুলগুলি তৈরি হবে সালকিয়া, ইস্ট-ওয়েস্ট বাইপাস ও কামারডাঙায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়র রথীন চক্রবর্তীর নেতৃত্বে জেলাশাসক, পুলিশ কমিশনার ও হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (এইচআইটি)-এর চেয়ারম্যানকে নিয়ে গঠিত উন্নয়ন কমিটি সম্প্রতি সরকারের কাছে এমনই প্রস্তাব দিয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

Advertisement

হাওড়া পুরসভায় তৃণমূল ক্ষমতায় আসার পরে পুর পরিষেবায় উন্নতি হলেও অপরিসর রাস্তার জন্য যানজটের সমাধান হয়নি। অতিরিক্ত যানবাহনের চাপের জন্য পুলিশও কার্যত ব্যর্থ হয়েছে। বিশেষ করে মঙ্গলাহাটের দু’দিন হাওড়া ময়দান অঞ্চল যে ভাবে যানজটে অবরুদ্ধ হয়ে থাকে, সে কথা উঠে আসে পুলিশের তরফে হাওড়া উন্নয়ন কমিটির বৈঠকে।

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মেয়রকে কয়েকটি জায়গায় উড়ালপুল তৈরির প্রস্তাব দেওয়া হয়। সব থেকে গুরুত্ব দেওয়া হয় প্রস্তাবিত ‘রিং রোড’ ঘিরে। যে রাস্তাটি তৈরি হবে হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম সেতু থেকে ফোরশোর রোড হয়ে গঙ্গার পাশ দিয়ে। যা আবার চক্রাকারে গিয়ে পড়বে কোনা এক্সপ্রেসওয়ে ও ড্রেনেজ ক্যানাল রোড দিয়ে বঙ্কিম সেতুতে। প্রশাসনিক আধিকারিকদের সিদ্ধান্ত, এই পথে গতি আনতে ইস্ট-ওয়েস্ট বাইপাসের উপরে উড়ালপুল তৈরি হবে। হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ বলেন, ‘এই উড়ালপুল প্রয়োজনীয়। সালকিয়া উড়ালপুলও পথের গতি বাড়াবে।’’

Advertisement

রথীনবাবু বলেন, ‘‘রিং রোডের কাজ শীঘ্র শুরু হবে। সালকিয়া উড়ালপুলের জন্যও টাকা এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন