Sankha Ghosh

করোনা আক্রান্ত হলেন শঙ্খ ঘোষ, বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে, কবির অবস্থা স্থিতিশীল

গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল শঙ্খ ঘোষের। বুধবার বিকেলে রিপোর্ট এলে জানা যায়, করোনায় সংক্রামিত হয়েছেন কবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৯:০৮
Share:

শঙ্খ ঘোষ।

করোনা আক্রান্ত হয়েছেন শঙ্খ ঘোষ। গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি। পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খবাবু। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে শঙ্খবাবুর পরিবারের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement