ধৃতের নাম সুমিত সাউ। —প্রতীকী চিত্র।
এক ব্যক্তিকে লাঠি, লোহার রড দিয়ে মারধর করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতের নাম সুমিত সাউ। শুক্রবার ধৃতকে ১৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে কলকাতার সিজেএম আদালত। আদালত সূত্রের খবর, কোনও পুরনো বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট এলাকায় সুমিত এবং কয়েক জন ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। কিল-চড়-ঘুষি মারার পাশাপাশি তাঁকে লাঠি, লোহার রড দিয়েও মারধর করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা হয়। ঘটনার পরেই অভিযুক্তেরা পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে সুমিতকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে