গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন হয়। অভিযোগ, সেই কর্মসূচির সময়েই দুই প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে। — ফাইল চিত্র।
গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হল তিন জনকে। ধৃতদের নাম সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। সৌমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু থাকেন অশোকনগরে। তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। গত রবিবার ব্রিগেডের ওই ঘটনায় বেশ কিছু ভিডিয়ো এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিয়ো এবং ছবির ভিত্তিতেই অভিযুক্তদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা।
গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই কর্মসূচি চলাকালীনই ময়দান চত্বরে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। এক প্যাটিস বিক্রেতাকে কান ধরে ওঠবস করানোরও অভিযোগ উঠেছে। পরে গত মঙ্গলবার মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে ওই দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর রুজু করে পুলিশ।
এফআইআর রুজু হওয়ার দু’দিনের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। গত রবিবার ব্রিগেডে প্যাটিস বিক্রি ঘিরে গোলমালের সময়ের বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিয়োগুলিই বিশ্লেষণ করে দেখেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় উত্তর ২৪ পরগনার সৌমিক, স্বর্ণেন্দু এবং হুগলির তরুণকে। বৃহস্পতিবার তাঁদের গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
হুগলির আরামবাগের বাসিন্দা রিয়াজুলের অভিযোগ, রবিবার দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। রিয়াজুলের অভিযোগ, বাক্সে থাকা ৩০০০ টাকার খাবার নষ্ট করা হয়েছে। ওই ঘটনায় তিনি আহত হয়ে এসএসকেএমে যান। পরে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
অন্য এক অভিযোগকারী সালাউদ্দিন কলকাতার তপসিয়ার বাসিন্দা। পুলিশি অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, রবিবার দুপুর আড়াইটে নাগাদ ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির সময় হেনস্থার শিকার হয়েছেন। তাঁকে থাপ্পড় মারা হয়েছে বলেও অভিযোগ। আরও অভিযোগ, তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়। একই ঘটনায় থানায় গিয়ে অভিযোগ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে জানান, সুপ্রিম কোর্ট যাকে গণপিটুনি বলছে, তা-ই ঘটেছে রবিবার ময়দানে।