T 20 World Cup

মেসি-কাণ্ডের পরে সতর্ক পুলিশ, প্রস্তুতি শুরু টি-২০ বিশ্বকাপের

আগামী বছরের শুরুতেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে ভারতে ও শ্রীলঙ্কায়। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের একাধিক ম্যাচ হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৯
Share:

ইডেন গার্ডেন্স। — ফাইল চিত্র।

আর্জেন্টিনার ফুটবল তারকা লিয়োনেল মেসিকে ঘিরে যুবভারতীক্রীড়াঙ্গনে যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এ বার ইডেন গার্ডেন্সে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপেরএকাধিক ম্যাচের ভিড় সামলানোর প্রস্তুতি নিতে শুরু করল কলকাতা পুলিশ। টি-২০ বিশ্বকাপ শুরু হতে আরও মাস দুয়েক বাকি। ইতিমধ্যেই সব পক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি, ওই সমস্ত ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে লালবাজার জানিয়েছে। এর পাশাপাশি, বছর শেষের উৎসব নির্বিঘ্নে মেটাতে প্রয়োজনীয় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী বছরের শুরুতেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে ভারতে ও শ্রীলঙ্কায়। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের একাধিক ম্যাচ হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। গ্রুপ পর্যায়ের পাঁচটি ম্যাচের পাশাপাশি, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ম্যাচও হতে পারে কলকাতায়। ইডেনের ওইসমস্ত ম্যাচে প্রচুর দর্শক সমাগম হবে বলে মনে করা হচ্ছে। যুবভারতীতে মেসি-কাণ্ডের পরে বিশ্বকাপের ম্যাচগুলি ঘিরে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে লালবাজার। ইডেনের কোনও ম্যাচ ঘিরে যাতে যুবভারতীর মতো কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা।

বুধবার সকালে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নগরপাল। তিনি বলেন, ‘‘যুবভারতীর ঘটনা দেখার পরে আমরা কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করছি। বিশ্বকাপের সঙ্গে যুক্ত একাধিক পক্ষের সঙ্গেইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি বৈঠক করা হবে। আমরা এর আগেও বিশ্বকাপের ম্যাচ সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছি। এ বার যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

শুধু ইডেনে বিশ্বকাপের ম্যাচই নয়, বছর শেষে উৎসবের মরসুমেও যে কোনও ধরনের অপ্রীতিকরঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। পার্ক স্ট্রিট-সহ শহরের যে সমস্ত অংশে বড়দিন বা বছর শেষের উৎসব ঘিরেজমায়েত হয়, সেখানে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। এই সময়ে বাইরে থেকে আসা প্রচুরপর্যটক শহরের বিভিন্ন হোটেলে ওঠেন। এ বছরও অনেক পর্যটক আসবেন বলে মনে করা হচ্ছে। সেই পর্যটকদের নিরাপত্তাসুনিশ্চিত করতেও বিভিন্ন থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন নগরপাল বছর শেষের উৎসব প্রসঙ্গে বলেন, ‘‘ইতিমধ্যেই সব বিভাগকে সতর্ক করা হয়েছে। উৎসব ঘিরে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন