Anupam Hazra

মধ্য কলকাতার পানশালায় মারধরের অভিযোগ অনুপম হাজরার বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, সুরেশের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৩, ৩৭৯, ৩৫৪,৫০৬, ৪২৭ ধারায় অনুপমের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। এক পুলিশ কর্তা বলেন,‘‘ আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ১৩:০২
Share:

বিজেপি নেতা অনুপম হাজরা এবং অভিযোগকারী সুরেশ রায়। নিজস্ব চিত্র।

পানশালায় মারপিটের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল সাংসদ এবং বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কসবার বাসিন্দা সুরেশ রায় নামে এক ব্যক্তি রবিবার ভোর রাতে অভিযোগ জানিয়েছেন শেকসপিয়র সরণি থানায়। তিনি তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, শনিবার রাতে তিনি তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে হো চি মিন সরণির একটি অভিজাত পানশালায় গিয়েছিলেন।

Advertisement

সেখানে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরাও। সুরেশ বাবু এদিন বলেন, ‘‘ আমি বন্ধুদের সঙ্গে ওই পানশালায় গিয়েছিলাম। সেখানে এক জন বলেন অনুপম হাজরার কথা। আমি সাধারণ সৌজন্য থেকেই তাঁর সঙ্গে কথা বলি। তারপর একটা ছবিও তুলি।” সুরেশের অভিযোগ,‘‘ ছবি তোলার খানিক পরে অনুপম নিজে আসেন এবং কেন আমি ছবি তুলেছি জানতে চেয়ে গালিগালাজ করেন।”

সুরেশ এ দিন বলেন,‘‘ আমি প্রতিবাদ করলে অনুপম এবং তাঁর সঙ্গীরা আমাকে শাসাতে থাকেন। আমাকে মারতে শুরু করেন।” শুধু তাই নয়, তাঁর বান্ধবীকেও গালিগালাজ দিয়ে মারধর করেন বলে অভিযোগ। সুরেশের অভিযোগ, ঘটনার সময় তাঁর মোবাইল ভেঙে দেন অনুপম। খোয়া গিয়েছে তাঁর সোনার হারও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সুরেশের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৩, ৩৭৯, ৩৫৪,৫০৬, ৪২৭ ধারায় অনুপমের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। এক পুলিশ কর্তা বলেন,‘‘ আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।”

এ বিষয়ে অনুপম হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘‘ আমি আমার এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ওই পানশালায় গিয়েছিলাম। সেখানে আমার এক নিরাপত্তা রক্ষী লক্ষ্য করেন যে ওই ব্যক্তি আমার ভিডিয়ো করছেন। প্রথমে এক বার ওই নিরাপত্তা রক্ষী তাঁকে ভিডিয়ো তুলতে না করেন। পরে নিরাপত্তা রক্ষী তাঁকে হাতে নাতে ওই ভিডিয়ো কাউকে পাঠনোর সময় ধরে ফেলেন। তার পরেই পানশালা কর্তৃপক্ষ তাঁকে বের করে দেয়।”

অনুপমের দাবি, তাঁর সঙ্গে সরাসরি ওই ব্যক্তির কোনও বচসা হয়নি। এমনকি অভিযোগ কারী সুরেশ অনুপমের সঙ্গে ছবিও তোলেন বলে দাবি বিজেপি নেতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন