পটু হাতে পুজোর ভিড় সামলে দুর্গা পুজোর আসল ‘হিরো’ পুলিশকর্মী ইলিয়াস!

চতুর্থী থেকে নবমী পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা লাগাতার বাঁশি বাজিয়ে নিজস্ব ভঙ্গিতে ভিড় সামলেছেন তিনি। তাঁর অফুরন্ত প্রাণশক্তি দেখে তারিফ করতে বাধ্য হয়েছেন অনেকেই। অনেকে বলেছেন, ইলিয়াসদের পুলিশকর্মীরাই দুর্গা পুজোর আসল হিরো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ২৩:৫৯
Share:

কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল ইলিয়াস মিয়াঁ। ছবি: সংগৃহীত।

উর্দিধারীদের তো কতই বদনাম! ঘুষ নেওয়া, জেলবন্দিদের পেটানো, লকআপে মারধর, ভুয়ো এনকাউন্টার। তবে সেই কালিমার মধ্যেই আশার আলো জাগাচ্ছেন ইলিয়াস মিয়াঁর মতো উর্দিধারীরা। অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠাভরে নিজের দায়িত্ব পালন করে জিতে নিচ্ছেন সাধারণ মানুষের মন। তাতে সুনাম বাড়ছে উর্দিধারীদের।

Advertisement

ঠিক কী করেছেন ইলিয়াস মিয়াঁ? না! কোনও রেকর্ড গড়েননি। কোনও নজির ছুঁয়ে যাননি। শুধু দায়িত্ব সহকারে নিজের কর্তব্য করে গিয়েছেন।

উত্তরবঙ্গের বাসিন্দা ইলিয়াস কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। বয়স, বছর তিরিশের কোঠায়। দুর্গা পুজোয় তাঁর ডিউটি পড়েছিল দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পুজো ত্রিধারা সম্মিলনীর সামনের রাস্তায় ভিড় সামলানোর। তা-ই করে গিয়েছেন অক্লান্ত ভাবে। সেই ভিডিয়োই দেখা গিয়েছে কলকাতা পুলিশের টুইটার অ্যাকাউন্টের পাতায়। শহরের আর একটি পুজো কমিটিও সেই ভিডিয়ো শেয়ার করেছে। তাতে ইতিমধ্যেই ‘লাইক’ পড়েছে ৭১ হাজার। ভিডিয়োটি দেখেছেন ১২ লক্ষেরও বেশি নেটিজেন। আর তা শেয়ার করেছেন ন’হাজারের কাছাকাছি। ফলে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আপাতত ভাইরাল হয়ে গিয়েছেন পুলিশের এই কর্মী।

Advertisement

কলকাতা পুলিশের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের রাস্তার ধারে বাঁশি বাজিয়ে, দু’হাত নেড়ে দুর্গা পুজোর ভিড় সামলাচ্ছেন ইলিয়াস। বাঁশের বেড়ার উপর তাঁর এক পা তোলা। অন্য পা রয়েছে একটি সবুজ রঙের প্লাস্টিকে চেয়ারে। খানিকটা টলমল করছে শরীরটা। তবে ঠিকঠাক ‘ব্যালান্স’ সামলে ক্রমাগত হাত নেড়ে ভিড়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তিনি। এক মুহূর্তের জন্যও যেন ক্লান্তি নেই ইলিয়াসের।

আরও পড়ুন: উমার বিদায়, কল্লোলিনী কলকাতার মন ছুঁয়ে নিল পুজো কার্নিভাল

আরও পড়ুন: আইন এড়াতে অন্য নামে ‘শব্দদানব’

এ ভাবেই চতুর্থী থেকে নবমী পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা লাগাতার বাঁশি বাজিয়ে নিজস্ব ভঙ্গিতে ভিড় সামলেছেন তিনি। তাঁর অফুরন্ত প্রাণশক্তি দেখে তারিফ করতে বাধ্য হয়েছেন অনেকেই। অনেকে বলেছেন, ইলিয়াসদের মতো পুলিশকর্মীরাই দুর্গা পুজোর আসল ‘হিরো’। ইলিয়াসের নিষ্ঠা দেখে তাঁকে পুরস্কৃত করার পরামর্শও দিয়েছেন বহু মানুষ। এখন দেখার, কলকাতা পুলিশ সে ডাকে সাড়া দেয় কি না!

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন