Murder

আট মাস ধরে খুনের ছক, সুপারি দু’ লাখ, নিউটাউন খুনে আটক সাত

রবিবার নিউটাউনের পাথরঘাটার চঞ্চল মণ্ডল খুনের ঘটনায় সোমবার রাতে সাত জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জের করে এই তথ্যই পেয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং গুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১০:৩৬
Share:

রবিবার নিউটাউনের পাথরঘাটার চঞ্চল মণ্ডল খুনের ঘটনায় সোমবার রাতে সাত জনকে আটক করেছে পুলিশ।

আট মাস ধরে খুনের ছক কষা হয়েছিল। মুর্শিদাবাদের রেজিনগর এলাকার জমির কাগজপত্র জোগাড় করা হয়েছিল তদন্তকারীদের বিভ্রান্ত করতে।

Advertisement

রবিবার নিউটাউনের পাথরঘাটার চঞ্চল মণ্ডল খুনের ঘটনায় সোমবার রাতে সাত জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জের করে এই তথ্যই পেয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং গুলি।

পুলিশ সূত্রের খবর, জমি কেনাবেচার দালালির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যার সূত্রপাত। খুনের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত যাদের আটক করেছে, তাদের মধ্যে কয়েকজন পাথরঘাটারই বাসিন্দা।

Advertisement

আরও পড়ুন: ঘরে ঢুকে চা খেয়ে ব্যবসায়ী খুন নিউ টাউনে

পুলিশ সূত্রে খবর, সোমবার জমির দালালির সঙ্গে যুক্ত কিছু স্থানীয় যুবককে জেরা করে পুলিশ। সেই সূত্র ধরেই জানা যায়, বেশ কিছু দিন ধরেই দালালির টাকার ভাগ নিয়ে চঞ্চলের সঙ্গে কয়েকজনের বিবাদ চলছে। সেই তথ্য কাজে লাগিয়েই চঞ্চলের কয়েকজন সঙ্গীকে আটক করে জেরা করে পুলিশ। সেখান থেকেই উঠে আসে এক ব্যক্তির নাম যাকে মাস্টারমাইন্ড মনে করছে পুলিশ।

পুলিশ আরও কয়েকজনকে আটক করে জানতে পারে, বেশ কয়েকমাস ধরে এই খুনের খুঁটিনাটি পরিকল্পনা করা হয়েছিল। মুর্শিদাবাদের জমির কাগজ পত্র জোগাড় করা হয়েছিল যাতে তদন্তকারীরা বিভ্রান্ত হন এবং জমি জরিপের নাম করে আততায়ীরা চঞ্চলের কাছাকাছি পৌঁছতে পারে।

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

পুলিশ সূত্রে খবর, গোটা অপারেশনে কয়েকজন পেশাদার অপরাধীকে ব্যবহার করা হয়। তাই পরিবারের লোকজন আততায়ীদের চিনতে পারেননি।ওই খুনে দু’লাখ টাকা সুপারি দেওয়া হযেছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: তিন শক্তি হাত ধরলে চাপ বাড়বে বিজেপির: রাজনাথ

রবিবার রাতে তিন যুবক চঞ্চলের বাড়ি ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। তিনটি গুলি লাগে চঞ্চলের। গোটা পরিকল্পনায় অন্তত আটজন যুক্ত, দাবি পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement