যানজট কেন জিজ্ঞাসায় পুলিশের ‘মারধর’

ভিআইপি রোডের গোলাঘাট থেকে দমদম পার্ক পর্যন্ত বেশ কয়েকটি বড় পুজো রয়েছে। ওই পুজোর ভিড় সামলানোর জন্য ভিআইপি রোড থেকে ভিতরে যাওয়ার সব রাস্তাতেই যান নিয়ন্ত্রণ করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৪:১০
Share:

—প্রতীকী ছবি

বাড়িতে অসুস্থ মা। রবিবার রাতে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলেন দমদমের শ্যামনগর এলাকার বাসিন্দা সৌরভ দাশগুপ্ত। বাড়ির সামনে দীর্ঘ যানজটে আটকে গিয়ে তার কারণ জানতে চাইলে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকে দীর্ঘ অভিযোগ করার পর সোমবার বিধাননগর পুলিশ কমিশনারের ই-মেলে অভিযোগ জানান তিনি। কমিশনারেটের এক শীর্ষকর্তা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হবে।

Advertisement

ভিআইপি রোডের গোলাঘাট থেকে দমদম পার্ক পর্যন্ত বেশ কয়েকটি বড় পুজো রয়েছে। ওই পুজোর ভিড় সামলানোর জন্য ভিআইপি রোড থেকে ভিতরে যাওয়ার সব রাস্তাতেই যান নিয়ন্ত্রণ করে পুলিশ। এতে বিপাকে পড়েন ওই এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রতিবাদ করলে হেনস্থা করা হয়।

রবিবার রাতে যার নব্য সংযোজন সৌরভবাবু। ফেসবুকে নিজের প্রোফাইলে তাঁর দাবি, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। দমদম পার্ক বাজার কানেক্টরের কাছাকাছি পৌঁছে তিনি দেখেন, শ্যামনগর রোডের মুখে অনেক গাড়ির লাইন। ওই এলাকার বাসিন্দা হওয়ায় সৌরভবাবুর কাছে যাতায়াতের ‘পাস’ রয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীকে তিনি জানান, বাড়িতে অসুস্থ মা, একা রয়েছেন। অথচ তিনি বাড়ির সামনে এসেও আটকে রয়েছেন। তাঁকে সাহায্য করা হোক।

Advertisement

সৌরভবাবুর অভিযোগ, ওই পুলিশ কর্মী তাঁর সঙ্গে ‘তুই তোকারি’ করতে শুরু করেন। তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করলে ওই পুলিশ কর্মী গালিগালাজ করেন। অন্তত জনা পাঁচেক পুলিশ কর্মী তাঁকে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। ওই পুলিশকর্মীরা বলেন, সৌরভবাবু তাদের সহকর্মীর গায়ে হাত দিয়েছেন। কোনওক্রমে সৌরভবাবু গাড়িতে উঠে পড়েন বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন