ইদের দিনে পুলিশি নজর অবাধ্য বাইকে

দুর্ঘটনায় রাশ টানতে ইদের শহরে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের উপরে বিশেষ নজরদারির নির্দেশ  দিলেন পুলিশকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ০২:৩৯
Share:

প্রতীকী ছবি

দুর্ঘটনায় রাশ টানতে ইদের শহরে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের উপরে বিশেষ নজরদারির নির্দেশ
দিলেন পুলিশকর্তারা।

Advertisement

আজ, বুধবার ইদ। এ দিন আরোহীরা যাতে বিনা হেলমেটে মোটরসাইকেল না চড়েন সে বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সব থানার কর্মী ও ট্র্যাফিক দফতরকে সতর্ক করা হয়েছে। সোম এবং মঙ্গলবারের মধ্যেই বারুইপুর পুলিশ জেলার সব থানায় ওই নির্দেশ
পৌঁছে গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুধু হেলমেটই বাধ্যতামূলক নয়। একটি মোটরসাইকেলে তিন জন সওয়ার হতেও পারবেন না। যে কোনও উৎসবেই বেলাগাম আনন্দে মেতে উঠে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জেরে যে দুর্ঘটনা ঘটে, তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত।

Advertisement

রমজান সম্পর্কে এ তথ্যগুলি জানতেন?

বারুইপুর পুলিশ জেলার এক কর্তার কথায়, ‘‘হেলমেট না পরে বেপরোয়া মোটরবাইক চালানো বা একই মোটরবাইকে তিন-চার জন সওয়ারি হতে উৎসবের দিনগুলিতে বেশি নজরে পড়ে। সারা বছরই বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি উড়ালপুলে মোটরসাইকেল রেসের অভিযোগ ওঠে। তবে উৎসবের দিনে সেখানে রেসের প্রবণতা আরও বেড়ে যায়। তাই ওই এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’’

ওই পুলিশ জেলার এক কর্তা জানান, এলাকার বাইরে থেকে বারুইপুর পুলিশ জেলা এলাকায় আত্মীয়-বন্ধুর
বাড়িতে মোটরসাইকেলেও আসেন অনেকে। তাঁদের উপরেও নজর থাকবে। বিনা হেলমেটের মোটরসাইকেল সওয়ারিকে ধরলে জরিমানা করা হবে।
পাশাপাশি, মোটরসাইকেলটি কিছু সময়ের জন্য আটকেও রাখা হতে পারে। এমনকি, একটি মোটরসাইকেলে তিন সওয়ারি থাকলেও জরিমানা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন