সল্টলেকের একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানের কাজে গরমিলের অভিযোগ পেয়ে রবিবার পুলিশকে নিয়ে অভিযান চালাল শিশুকল্যাণ সমিতি। যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের সিএল ব্লক। ঘটনায় চার মহিলা পুলিশকর্মী আহত হন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, এ দিন সকালে ওই অভিযান চালাতে গেলে প্রতিষ্ঠানের কিছু লোক বাধা দেন। অভিযোগ, প্রতিষ্ঠানের ছোট সদস্যেরা সূচ, পেন্সিল-সহ নানা ছুঁচলো সামগ্রী নিয়ে আক্রমণ করলে মহিলা পুলিশকর্মীরা আহত হন। তার প্রতিবাদ জানান দত্তাবাদের বাসিন্দারা। গরমিলের অভিযোগ তুলেছিলেন তাঁরাই। দুপুরে পুলিশ বাধা সরিয়ে প্রতিষ্ঠানে ঢোকে। এলাকায় উত্তেজনা ছিল সন্ধ্যা পর্যন্ত।
শিশুকল্যাণ সমিতির চেয়ারম্যান অরবিন্দ দাশগুপ্ত জানান, প্রতিষ্ঠানের কাজে কিছু গরমিলের খবর পেয়ে তাঁরা খোঁজ নিতে এসেছিলেন। ওই প্রতিষ্ঠানের একটি মেয়েকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বক্তব্য জানাতে সাত দিন সময় দেওয়া হয়েছে।