শহরের পথে ফের নিগৃহীত সার্জেন্ট

ফের নিগৃহীত হতে হল কর্তব্যরত এক পুলিশকর্মীকে। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকার পার্ক সার্কাস কানেক্টর এবং গোবিন্দ খটিক রোডের সংযোগস্থলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০০:২৭
Share:

ফের নিগৃহীত হতে হল কর্তব্যরত এক পুলিশকর্মীকে। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকার পার্ক সার্কাস কানেক্টর এবং গোবিন্দ খটিক রোডের সংযোগস্থলে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই মোড়ে ডিউটি করছিলেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট জগদীশপ্রসাদ মণ্ডল। আচমকাই কিম্বার স্ট্রিটের দিক থেকে একটি ট্যাক্সি এবং একটি অটো নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে ঘটনাস্থলের কাছে চলে আসে। জগদীশবাবু দু’টি গাড়িকেই দাঁড় করান। অটোচালক তাঁর সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে দেন। অভিযোগ, বচসা চলার ফাঁকে আচমকাই জগদীশবাবুর কলার ধরে তাঁকে মারতে শুরু করেন অটোচালক। অন্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই সার্জেন্টকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলমাল চলাকালীন সুযোগ বুঝে অটো নিয়ে পালিয়ে যান চালক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জগদীশবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পরে ওই সার্জেন্ট তপসিয়া থানায় সরকারি কর্মীকে কর্তব্যে বাধাদানের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অটোচালকের খোঁজ শুরু করেছে পুলিশ। তাঁর নাম জানা না গেলেও অটোর নম্বরটি পুলিশ পেয়েছে।

Advertisement

উল্লেখ্য, ৬ জুন হেয়ার স্ট্রিট থানা এলাকার ক্যানিং স্ট্রিটে গাড়িচালকদের গোলমাল থামাতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন সুজিত সরকার নামে এক ট্রাফিক কনস্টেবল। সে দিন ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে তিন জনকে। এ দিন এক সার্জেন্টকে মারধর করার পরেও কী ভাবে ওই অটোচালক পালিয়ে যেতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement