মিছিল, সমাবেশে ফের জট

এ দিন যুব তৃণমূল ছাড়াও বামপন্থী ও কংগ্রেসের প্রতিবাদ মিছিল বেরোয়। বিকেল পৌনে চারটে নাগাদ রাজাবাজার থেকে যুব তৃণমূল সমর্থকেরা মিছিল করে এপিসি রোড, মহাত্মা গাঁধী রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে ওয়েলিংটনে জড়ো হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০১:১১
Share:

ব্যাহত: রাস্তার অর্ধেক জুড়ে চলেছে মিছিল। আটকে যানবাহন। শনিবার, শিয়ালদহে। ছবি: সুমন বল্লভ

রাজস্থানে মালদহের শ্রমিক আফরাজুল খানের হত্যার প্রতিবাদে শনিবার দুপুর থেকে দফায় দফায় রাজনৈতিক দলের মিছিল ও কয়েকটি জায়গায় অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হল শহরের রাস্তায়।

Advertisement

পুলিশ জানায়, এ দিন যুব তৃণমূল ছাড়াও বামপন্থী ও কংগ্রেসের প্রতিবাদ মিছিল বেরোয়। বিকেল পৌনে চারটে নাগাদ রাজাবাজার থেকে যুব তৃণমূল সমর্থকেরা মিছিল করে এপিসি রোড, মহাত্মা গাঁধী রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে ওয়েলিংটনে জড়ো হন। সামিল হয়েছিলেন উত্তর কলকাতার বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরাও।

বিকেল সাড়ে চারটে নাগাদ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে বামফ্রন্টের একটি মিছিল বেরোয়। সেটি লেনিন সরণি, মৌলালি হয়ে এন্টালি যায়। তার আগেই অবশ্য মৌলালি মোড়ে অবরোধ করেন অন্য একটি রাজনৈতিক দলের কর্মীরা।

Advertisement

ট্র্যাফিক পুলিশ জানায়, যুব তৃণমূলের মিছিলের জেরে শিয়ালদহে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয়। মহাত্মা গাঁধী রোড, এপিসি রোড, কনভেন্ট রোড, বেলেঘাটা মেন রোড ছাড়াও কলেজ স্ট্রিট, ক্রিক রো-তে যানজট হয়। ওই মিছিলের জন্য এপিসি রোড দিয়ে ধর্মতলামুখী কিছু গাড়িকে আমহার্স্ট স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বামপন্থীদের মিছিলের জন্য শিয়ালদহমুখী কিছু গাড়ি চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে সূর্য সেন স্ট্রিট দিয়ে নিয়ে যাওয়া হয়।

রাজস্থানের ঘটনার প্রতিবাদে এ দিন রাজনৈতিক এক সভার জন্য গড়িয়া মোড় থেকে কামালগাজি মোড় পর্যন্ত নেতাজি সুভাষ রোডের কিছু অংশে যান চলাচল ব্যাহত হয়। একই কারণে হাইড রোড ও সার্কুলার গার্ডেনরিচ রোডের মোড়ে সমাবেশের জেরে খিদিরপুরমুখী যানবাহন নিমক মহল রোডের মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement