কেশব সেন স্ট্রিটে বাড়ির অংশ ভেঙে জখম কিশোর

সাতসকালেই বিপত্তি। মধ্য কলকাতায় ১১৩ নম্বর কেশব চন্দ্র সেন স্ট্রিটের পুরনো বহুতলের একাংশ মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৫৪
Share:

সাতসকালেই বিপত্তি। মধ্য কলকাতায় ১১৩ নম্বর কেশব চন্দ্র সেন স্ট্রিটের পুরনো বহুতলের একাংশ মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বহুতলের তিন তলার উপরে কয়েকদিন ধরেই নির্মাণ কাজ চলছিল। সেখান থেকেই ইঁটের গাঁথনির পাঁচিল ভেঙে পড়ে। পুলিশ জানায়, ঠিক তখনই নীচের রাস্তায় হেঁটে যাচ্ছিল বছর চোদ্দোর এক কিশোর। তার উপরেই ভেঙে পড়ে পাঁচিল। আহত অবস্থায় তাকে কলকাতা ম্যেডিক্যাল কলেজ ও হাসপাতলে নিয়ে যাওয়া হয়। আহত কিশোরের নাম রাহুল দাস।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, নির্মাণ কাজে গফিলতিতেই এই দুর্ঘটনা। দ্রুত তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement