Calcutta News

উপহারের বিনিময়ে রক্তদান ঠেকাতে পদযাত্রা বরাহনগর-আলমবাজারে

রক্তদানের বিনিময়ে উপহার দেওয়ার বিরুদ্ধে জনমত গড়তে পথে নামল বরাহনগর-আলমবাজার এলাকার সবুজ সংঘ। ‘রক্তদানের মাধ্যমে উপহার দেওয়া ও নেওয়া একটি সামাজিক অপরাধ’— এই স্লোগান কে সামনে রেখে শনিবার ক্লাবটি আলমবাজার এবং বরাহনগরের বুকে এক বর্ণাঢ্য ‘জনসচেতন পদযাত্রা’র আয়োজন করেছিল। নানা বয়সের মানুষ পদযাত্রায় অংশ নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ২২:১০
Share:

রক্তদান সম্পর্কে সচেতনতা জাগাতে মিছিল বরাহনগর-আলমবাজারে। ছবি: সংগৃহীত।

রক্তদানের বিনিময়ে উপহার দেওয়ার বিরুদ্ধে জনমত গড়তে পথে নামল বরাহনগর-আলমবাজার এলাকার সবুজ সংঘ। ‘রক্তদানের মাধ্যমে উপহার দেওয়া ও নেওয়া একটি সামাজিক অপরাধ’— এই স্লোগান কে সামনে রেখে শনিবার ক্লাবটি আলমবাজার এবং বরাহনগরের বুকে এক বর্ণাঢ্য ‘জনসচেতন পদযাত্রা’র আয়োজন করেছিল। নানা বয়সের মানুষ পদযাত্রায় অংশ নেন।

Advertisement

রক্তদানের বিনিময়ে উপহারের বিরুদ্ধে সওয়াল পদযাত্রা থেকে। ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিভিন্ন এলাকায় রক্তদান শিবিরের উদ্যোক্তারা রক্তদাতাদের লোভনীয় উপহার দেওয়ার যে প্রথা চালু করেছেন, তার বিরুদ্ধে সরব হয়েছে সবুজ সংঘের পদযাত্রা। উপহারের বিনিময়ে রক্তদানের অভ্যাস চারিয়ে যাওয়া সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক— মত পদযাত্রীয় অংশগ্রহণকারীদের। শনিবারের মিছিলে যাঁরা অংশ নেন, তাঁদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড ছিল। কোনওটিতে লেখা— ‘জনস্বার্থে সরকারি ব্লাডব্যাংকে রক্তদান করুন’, কোনওটিতে লেখা— ‘বাণিজ্যিক মুনাফার স্বার্থে আপনার অমূল্য রক্ত ব্যবহার হতে দেবেন না’। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল মিছিলে। দাবি উদ্যোক্তাদের। আগামী ৭ মে, রবিবার সবুজ সংঘ আলামবাজার-বরাহনগরের বুকে রক্তদান শিবির আয়োজন করতে চলেছে বলেও জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: দুই যাত্রায় একই ফল, বলি শিশুরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন