গাছ কাটায় অভিযুক্ত প্রোমোটার

নির্মাণকাজে অসুবিধা তৈরি হচ্ছিল দু’টি গাছের জন্য। তাই আস্ত দু’টি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পুর প্রশাসন। বৃহস্পতিবার বি বা দী বাগ এলাকার ১৪/৫ ক্লাইভ রোডের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০১:১৬
Share:

নির্মাণকাজে অসুবিধা তৈরি হচ্ছিল দু’টি গাছের জন্য। তাই আস্ত দু’টি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পুর প্রশাসন। বৃহস্পতিবার বি বা দী বাগ এলাকার ১৪/৫ ক্লাইভ রোডের ঘটনা। সেটি পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে। মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার জানান, দু’টি আম গাছ কেটে ফেলা হয়েছে। পুর প্রশাসনকে না জানিয়ে এ ভাবে গাছ কাটা বেআইনি।

Advertisement

পুরসভা সূত্রে খবর, স্থানীয় কাউন্সিলর, কংগ্রেস নেতা সন্তোষ পাঠক প্রথমে পুরসভার কন্ট্রোল রুমে ফোনে বিষয়টি জানান। পুরকর্মীরা দেখেন, গাছ দু’টি গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। পরিবেশ দূষণ রোধে এত প্রচারের পরেও কী ভাবে ওই ঘটনা ঘটে, প্রশ্ন উঠেছে পুর মহলেই। সন্তোষবাবুর অভিযোগ, পাছে লোকে দেখে ফেলে, তাই বৃহস্পতিবার আলো ফোটার আগেই গাছ কাটা শুরু হয়। এ ব্যাপারে দুই প্রোমোটারের নামও উল্লেখ করেন তিনি। কার মদতে এই কাজ, তা খতিয়ে দেখতে পুরসভার কাছে আবেদন জানান তিনি। দেবাশিসবাবু জানান, পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement