ইন্টার্ন শিক্ষক কেন, শুরু প্রতিবাদ

জেলায় জেলায় ডিআই দফতরে বিক্ষোভও করেছে তারা। সিটু জানিয়েছে, ‘শিক্ষিত যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা’র প্রতিবাদে তারাও আন্দোলনে থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৪:৪৮
Share:

প্রতীকী ছবি।

স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের যে ঘোষণা রাজ্য সরকার করেছে, তার প্রতিবাদে পথে নামল বামেরা। অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার এন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল বাম যুব ও ছাত্র সংগঠন। জেলায় জেলায় ডিআই দফতরে বিক্ষোভও করেছে তারা। সিটু জানিয়েছে, ‘শিক্ষিত যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা’র প্রতিবাদে তারাও আন্দোলনে থাকবে।

Advertisement

শিক্ষক নিয়োগ-সহ কিছু দাবি নিয়েই কাল, শনিবার দাড়িভিটে যুব সংগঠনের উদ্যোগে সমাবেশে থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের। সেই সমাবেশ থেকেই ইন্টার্ন নিয়োগের বিরুদ্ধে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা হবে। মিছিল করে তারা এ দিন দাবি করেছে, শিক্ষার অধিকার আইন (২০০৯) অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোনও শিক্ষকই বুনিয়াদি শিক্ষায় নিয়োগ করা যায় না।

তাদের অভিযোগ, রাজ্য সরকার তরুণ প্রজন্মকে ‘বিভ্রান্ত’ করছে। একই দিনে সিটু বিবৃতি দিয়ে বলেছে, রাজ্যে প্রাথমিক স্তরে ৯০০০ এবং মাধ্যমিক স্তরে ১৩০০০ শিক্ষক পদ শূন্য। প্রাথমিকে ২০১২ এবং উচ্চ প্রাথমিকে ২০১৫ সাল থেকে টেট উত্তীর্ণদের মধ্যে যাঁরা এখনও চাকরি পাননি, তাঁদের শংসাপত্র দিয়ে পরবর্তী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। সেই শংসাপত্রধারী প্রার্থীদেরই সুযোগ দেওয়ার দাবি তুলেছে বামেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন