ফরজানার বাড়িতে রাহুল

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং প্রয়াত তৃণমূল নেত্রী ফরজানা আলমের বাড়িতে শনিবার গিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি ফরজানার আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। পরে রাহুলবাবু বলেন, ‘‘পুরসভায় একটি দুষ্টচক্র সক্রিয়। ফরজানা অত্যন্ত সৎ ছিলেন। ওই চক্রের কাজকর্মের ক্ষেত্রে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বাড়ির লোকের ধারণা, ওঁর মৃত্যু স্বাভাবিক নয়। আমরা যে সিবিআই তদন্তের দাবি করেছি তাতে ওঁরা খুশি।’’

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:১৩
Share:

—নিজস্ব চিত্র।

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং প্রয়াত তৃণমূল নেত্রী ফরজানা আলমের বাড়িতে শনিবার গিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি ফরজানার আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। পরে রাহুলবাবু বলেন, ‘‘পুরসভায় একটি দুষ্টচক্র সক্রিয়। ফরজানা অত্যন্ত সৎ ছিলেন। ওই চক্রের কাজকর্মের ক্ষেত্রে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বাড়ির লোকের ধারণা, ওঁর মৃত্যু স্বাভাবিক নয়। আমরা যে সিবিআই তদন্তের দাবি করেছি তাতে ওঁরা খুশি।’’ ফরজানার আত্মীয়রা রাহুলবাবুকে জানিয়েছেন, ওঁর স্বামীর মৃত্যুও স্বাভাবিক নয়, সেই ঘটনারও তদন্ত হওয়া দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন