বর্ষা ফিরল, শহর ডুবল বৃষ্টিতে

বিগত দু’দিন ধরে দেখা মিলছিলনা তার। গুমোট গরমে হাঁসফাঁস করছিল গোটা শহর। বৃহস্পতিবার বিকেলে আবার স্বমহিমায় ফিরল বর্ষা। স্বস্তি মিলল নগরবাসীর। তবে ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে জল জমল শহরের বেশ কিছু এলাকায়। কলকাতার মহাত্মা গাঁধী রোড, সি আর এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালিবাড়ি এমন বেশ কিছু এলাকাতেই জমা জলে পায়ের গোড়ালি ডুবেছে, আবার কোথাও হাঁটু জল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ১৯:৫২
Share:

আকাশে তখন বিদ্যুতের ঝিলিক।–নিজস্ব চিত্র।

বিগত দু’দিন ধরে দেখা মিলছিলনা তার। গুমোট গরমে হাঁসফাঁস করছিল গোটা শহর। বৃহস্পতিবার বিকেলে আবার স্বমহিমায় ফিরল বর্ষা। স্বস্তি মিলল নগরবাসীর। তবে ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে জল জমল শহরের বেশ কিছু এলাকায়। কলকাতার মহাত্মা গাঁধী রোড, সি আর এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালিবাড়ি এমন বেশ কিছু এলাকাতেই জমা জলে পায়ের গোড়ালি ডুবেছে, আবার কোথাও হাঁটু জল। একই ভাবে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে জল জমে যায় দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায়। একে বৃষ্টি, তার উপর জমা জলের রাস্তায় ব্যাপক যানজটে ভোগান্তিতে পড়েন অফিস-ফেরতা মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement