হাসপাতালে ভাঙচুর, চাঞ্চল্য

রোগী-মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক, কর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। রবিবার, ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতালে। পুলিশ জানায়, ওই দিন দুপুরে বেলুড়ের বাসিন্দা সুবল শেঠ (৬২) জ্বর, ফুসফুসে সমস্যা ও পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৩:১০
Share:

রোগী-মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক, কর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। রবিবার, ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতালে। পুলিশ জানায়, ওই দিন দুপুরে বেলুড়ের বাসিন্দা সুবল শেঠ (৬২) জ্বর, ফুসফুসে সমস্যা ও পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন। রাতে তাঁর মৃত্যু হয়। এর পরেই চিকিৎসার গাফিলতি ও অক্সিজেন সিলিন্ডারে গ্যাস না থাকার অভিযোগ তুলে চিকিৎসক অরূপ দাস ও হাসপাতালের কর্মীদের মারধর করেন সুবলবাবুর পরিজনরা। ময়না-তদন্তের দাবিতে জরুরি বিভাগে ভাঙচুরও চলে। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। ভারপ্রাপ্ত সুপার তপন পালিত বলেন, ‘‘অক্সিজেন সিলিন্ডার ফাঁকা ছিল না। এটা মিথ্যা অভিযোগ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement